সেই সব প্রশ্নের উত্তর দিলেন আজ। বললেন, "মার্কেটের যার দাম আছে তাকে নিয়ে জল্পনা হয়, যাঁদের দাম নেই রাস্তায় পড়ে আছে।" কাদের দাম নেই 

মার্কেটের যার দাম আছে তাঁকে নিয়ে জল্পনা হয়,যাঁদের দাম নেই রাস্তায় পড়ে আছে'
দিলীপ ঘোষ, বিজেপি নেতা


তিনি না দলের বিরোধী দলনেতা। না দলের রাজ্যসভাপতি, না কেন্দ্রীয় কোনও পদে আছেন। তবুও তাঁর যেন আলাদা ‘ক্যারিশ্মা’ আছে। আর বিজেপি নেতা দিলীপের ভাষায় বললে, ‘দম আছে…।’ এই বিজেপি নেতাকে নিয়ে কম জল্পনা হয়নি। কখনও প্রশ্ন উঠছে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কি না, কখনও আবার তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন কি না সেই নিয়েও আলোচনা হয়েছে। সেই সব প্রশ্নের উত্তর দিলেন আজ। বললেন, “মার্কেটের যার দাম আছে তাকে নিয়ে জল্পনা হয়, যাঁদের দাম নেই রাস্তায় পড়ে আছে।” কাদের দাম নেই তা নিয়ে যদিও পরিষ্কার করেননি তিনি।

আজ প্রথমেই সাংবাদিকরা প্রশ্ন করেন দলের সঙ্গে দূরত্ব কি ঘুচল? যদিও বিজেপি নেতার পরিষ্কার বক্তব্য, কোনও দূরত্ব তৈরিই হয়নি। এ দিন তিনি বলেন, “দূরত্বর প্রশ্নই নেই। বিজেপির অফিস থেকে গাড়ি দিয়েছে। আমি যে সিকিউরিটি পাই তাও দলের তরফেই দেওয়া হয়েছে।” একই সঙ্গে তাঁর আরও সংযোজন, “আবেগ দিয়েই পার্টি দাঁড়া করিয়েছি। ১৫০ কর্মী প্রাণ দিয়েছেন। বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনে আগুন আছে। নিভতে দেব না।”



 'সব পুরনো কর্মীরা মিলে নবান্নে পৌঁছব', শমীকের নেতৃত্বে আবার নতুন উদ্যমে দিলীপ?
'সংসার বড় হলে সমস্যা হয়...', শমীকের সঙ্গে একান্ত সাক্ষাতের আগে কেন বললেন দিলীপ?
দিঘায় যাত্রীবাহী বাস চলা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য
বরাবরই পুরনো কর্মীদের পাশে থাকতে দেখা যায় দিলীপকে। দলের কোনও পদে না থাকার পরও একাংশ বিজেপি কর্মীরা এখনও দিলীপ-দা বলতে অজ্ঞান। যে সময় তাঁকে ঘিরে নানাবিধ প্রশ্ন চাউর হচ্ছিল, সেই সময় সব জল্পনায় জল ঢেলে দেন বিজেপি নেতা। আত্মবিশ্বাসী বিজেপি নেতাকে আরও একবার বলতে শোনা যায়, “মার্কেটের যার দাম আছে তাঁকে নিয়ে জল্পনা হয়। যাঁদের দাম নেই রাস্তায় পড়ে আছে। দিলীপের দাম আছে। দাম থাকবে কারণ, দিলীপ ঘোষের মধ্যে কোনও ভেজাল নেই।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours