এবার থেকে বাস ছাড়তে হবে সময় মেনে। শুধু তাই নয়, যে সময়ের মধ্যে দিঘায় বাস পৌঁছে দেওয়ার কথা, তার মধ্যেই ঢোকাতে হবে। একই সময় ৫-৬ টি বাস একসঙ্গে দিঘায় যাত্রী নিয়ে ঢুকছে।
দিঘায় যাত্রীবাহী বাস চলা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য
বাস চলাচল নিয়ে বড় আপডেট
দু’একটা ছুটির দিন পেলেই হল। বাঙালি ঘুরে আসতে ভালবাসে দিঘা থেকে। বর্তমানে সেই দিঘাই পেয়েছে আলাদা মাত্রা। জগন্নাথ মন্দির স্থাপনের পর থেকেই আরও যেন ভক্তের সমাগম বেড়েছে সেখানে। তাই এবার দিঘায় যাত্রীবাহী বাস নিয়ে নয়া বিজ্ঞপ্তি পরিবহন দফতরের। দুর্ঘটনা এবং বিপদ কমাতে জারি একগুচ্ছ নির্দেশিকা।
পর্যটন ক্ষেত্রে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর মানুষের জমায়েত বহুগুণ বেড়ে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বেসরকারি বাসগুলির জন্য এবার নয় নির্দেশিকা জারি করল পরিবহন দফতর। জারি হল নয়া অ্যাডভাইসারি।
সঞ্জয় দত্ত ও আমির খানকে গোপনে বিয়ে করেছিলেন প্রীতি জিনতা! জানাজানি হতেই নায়িকা যা করলেন তা ভাবা যায় না
Dilip Ghosh: 'সব পুরনো কর্মীরা মিলে নবান্নে পৌঁছব', শমীকের নেতৃত্বে আবার নতুন উদ্যমে দিলীপ?
চিনকে নিঃশব্দে হারাতে ভারতের ‘ব্রহ্মাস্ত্র’ দলাই লামা
কী নির্দেশিকা জারি হয়েছে?
এবার থেকে বাস ছাড়তে হবে সময় মেনে। শুধু তাই নয়, যে সময়ের মধ্যে দিঘায় বাস পৌঁছে দেওয়ার কথা, তার মধ্যেই ঢোকাতে হবে। একই সময় ৫-৬ টি বাস একসঙ্গে দিঘায় যাত্রী নিয়ে ঢুকছে। এতে বিপদের ঝুঁকি থাকছে। হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। এই ধরনের বিষয়গুলো এড়াতে হবে।
বাসগুলি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। যাত্রী তুলেই ছাড়তে হবে সময় মেনে।সিদ্ধান্ত অনুযায়ী, বাস মালিকরা যদি সময় মেনে বাস না চালায় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যদি কোনও সময় কোনও পরিস্থিতির কারণে বাসগুলির গতিপথ বদল করতে হয়, তাহলে সেটা আগাম জানিয়ে দেওয়া হবে। এই সময় বাস মালিকদের কোনও অজুহাত দেওয়া চলবে না।
মাস অন্তর বা কয়েক সপ্তাহ অন্তর এই সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনা হবে। বাসগুলি সঠিকভাবে নির্দেশ মানছে কি না তা আঞ্চলিক পরিবহন দফতরের নজরদারি করবে।
এ দিন, মঙ্গলবার পরিবহন দফতরে এই সংক্রান্ত বিষয়ে বৈঠক হয়। সেই বৈঠকে বাস মালিক সংগঠনগুলি ছিল। সেখানে এই সিদ্ধান্ত হয় এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন এবং আঞ্চলিক পরিবহন দফতরের কেউ এ ব্যাপারে সতর্ক করা হয়।


Post A Comment:
0 comments so far,add yours