শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস ১৪টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন নিয়ে।
হাসিনাকে এখনও ভয় পাচ্ছেন ইউনূস! সবার সামনেই বলে ফেললেন বড় কথা...
হাসিনাকে এখনও ভয় ইউনূসের?
এক বছর হতে চলল বাংলাদেশ ছেড়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিষিদ্ধ করা হয়েছে তাঁর দল আওয়ামী লিগ ও ছাত্র লিগকেও। তারপরও হাসিনা আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। ফের একবার মহম্মদ ইউনূসের মুখে প্রাক্তন শাসক দলের প্রসঙ্গ।
শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস ১৪টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন নিয়ে। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ ইউনূস বলেন, “পতিত শক্তি (আওয়ামী লিগ) গন্ডগোল লাগিয়ে নির্বাচন ভন্ডুল করে দেওয়ার অপচেষ্টা করছে। এই অপচেষ্টাকে আটকাতে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
প্রথম আলোর খবর অনুযায়ী, প্রধান উপদেষ্টা আরও বলেন, “গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত সকল শক্তি মিলে যদি একটি সুন্দর নির্বাচন করতে না পারি, তবে মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে, তখনই গন্ডগোল তৈরি করছে। দেশের অগ্রগতিকে আটকাচ্ছে। যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। কিন্তু বাস্তব হল, কোনও ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রগতিকে বাধা দেওয়া যায় না।“
সুষ্ঠ নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতার দাবি করেন প্রধান উপদেষ্টা। উপস্থিত রাজনৈতিক নেতারাও সহযোগিতার আশ্বাস দেন। গতকালই জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বৈঠক থেকে বেড়িয়ে বলেন আগামী ৪-৫ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ, সময়সীমা ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন মহম্মদ ইউনূস।


Post A Comment:
0 comments so far,add yours