সেই ১৯০০ সালে। মাত্র দুটো টিম গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের একটি ম্যাচ হয়েছিল। গ্রেট ব্রিটেন সোনা জিতেছিল। পরবর্তী অলিম্পিক অর্থাৎ ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ৬টি করে দল অংশ নেবে।
অলিম্পিক ক্রিকেটের সূচি প্রকাশ, বিরাট কোহলি কি ফিরবেন?
আগামী অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এ খবর অবশ্য নতুন নয়। তবে সূচি জানিয়ে দিলেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কর্তারা। অলিম্পিকে একবারই মাত্র ক্রিকেট হয়েছিল। সেই ১৯০০ সালে। মাত্র দুটো টিম গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের একটি ম্যাচ হয়েছিল। গ্রেট ব্রিটেন সোনা জিতেছিল। পরবর্তী অলিম্পিক অর্থাৎ ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ৬টি করে দল অংশ নেবে।
অলিম্পিকে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে। লিগ পর্বের ম্যাচ হবে ২০২৮ সালের ১২ জুলাই। পদকের ম্যাচ ২০ ও ২৯ জুলাই। ক্রিকেটের ম্যাচগুলি হবে লস অ্যাঞ্জেলস থেকে ৫০কিমি দূরে পামোনায়। সেখানে অস্থায়ী স্টেডিয়াম তৈরি করে খেলা হবে।
বাঁকুড়ায় লাফিয়ে বাড়ছে ডায়েরিয়ায় আক্রান্তের সংখ্যা
'করিনার বাথরুমে সলমনের...', বোনের কীর্তি ফাঁস করেন করিশ্মা
'সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল', উত্তাল সমুদ্রকে সাক্ষী করে কেন বললেন সৃজিত?
পুরুষ ও মহিলা উভয় ক্রিকেট দলই খেলবে। ৬টি করে অর্থাৎ ১২টি দল। প্রত্যেক টিমে ১৫ জন করে রাখা যাবে। পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে ১৮০ জন ক্রিকেটার থাকবেন অলিম্পিকে। স্থানীয় সময় অনুযায়ী খেলাগুলি হবে সকাল ৯টা এবং সন্ধে ৬.৩০ থেকে। পদকের ম্যাচও হবে একই সময়ে।
অলিম্পিকে কোন ছটি দেশ ক্রিকেটে অংশ নেবে তা এখনও নিশ্চিত নয়। তবে ক্রমতালিকা অনুযায়ী ধরলে ভারতের খেলা নিশ্চিত। আর সেক্ষেত্রে একটা সম্ভাবনার কথাও মনে পড়ছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা। অলিম্পিকে ক্রিকেট ফেরার ক্ষেত্রে ভূমিকা রয়েছে বিরাট কোহলির। তিনিও অবসরের পর জানিয়েছিলেন, ভারত যদি অলিম্পিকে পদকের ম্যাচে ওঠে, অবসর ভেঙে ফিরতে পারেন। বিরাট কোহলি কি ফিরবেন?


Post A Comment:
0 comments so far,add yours