হিমাংশিকার বয়ান অনুযায়ী, রাধিকার বাড়ির পরিবেশ দমবন্ধ করার মতো ছিল। এমনকী, ছোট পোশাক পড়ত বলে মা-বাবার সমালোচনা, কটাক্ষের শিকারও হতে হয়েছিল রাধিকাকে। এত পরিশ্রম করে নিজের কেরিয়ার গড়া সত্ত্বেও রাধিকার জীবনে কোনও স্বাধীনতা ছিল না।


শর্টস পরা নিয়ে আপত্তি, ছেলেদের সঙ্গে কথাও বলতে দেওয়া হত না রাধিকাকে! বিস্ফোরক দাবি বান্ধবীর


উঠতি টেবিল টেনিস তারকা খুন বাবার হাতে। পুলিশের কাছে বাবা বলেছিলেন, মেয়ের উপার্জনে খেতে হয়, এই খোঁটা শুনেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। এবার বিস্ফোরক দাবি রাধিকার বন্ধুদের। তারা জানালেন, রাধিকার পোশাক নিয়ে আপত্তি ছিল পরিবারের। বন্ধুদের সঙ্গে মেলামেশা নিয়েও তাদের আপত্তি ছিল।


সোশ্যাল মিডিয়াতে রাধিকার এক বান্ধবী বিস্ফোরক ভিডিয়ো পোস্ট করেছেন। হিমাংশিকা সিং রাজপুত নামক ওই যুবতী নিজেও টেনিস খেলোয়াড়। ওই যুবতী অভিযোগ করেন যে রাধিকার জীবন নিয়ন্ত্রণ করতেন তাঁর বাবা দীপক। একা কোনও সিদ্ধান্তই নিতে পারত না রাধিকা।


ভিডিয়ো পোস্ট করে হিমাংশিকা বলেন, “আমার বেস্ট ফ্রেন্ড রাধিকাকে ওর বাবা খুন করেছে। ৫ বার গুলি করেছেন। ৪টি বুলেট লেগেছিল ওঁর। ক্রমাগত সমালোচনা করত, ওর জীবন নিয়ন্ত্রণ করত। শেষ পর্যন্ত ওই তথাকথিত বন্ধুদের কথা শুনলেন, যারা রাধিকার সাফল্যে ইর্ষায়িত ছিল।”

হিমাংশিকার বয়ান অনুযায়ী, রাধিকার বাড়ির পরিবেশ দমবন্ধ করার মতো ছিল। এমনকী, ছোট পোশাক পড়ত বলে মা-বাবার সমালোচনা, কটাক্ষের শিকারও হতে হয়েছিল রাধিকাকে। এত পরিশ্রম করে নিজের কেরিয়ার গড়া সত্ত্বেও রাধিকার জীবনে কোনও স্বাধীনতা ছিল না। নিজের মতো বাঁচতে দেওয়া হত না তাঁকে। শর্টস পড়া, ছেলেদের সঙ্গে কথা বলার জন্যও তাঁর মা-বাবা অপমান করত।

রাধিকার বন্ধু ভিডিয়োবার্তায় বলেন, “আমরা ২০১২-১৩ সাল থেকে একসঙ্গে খেলছিলাম। আমি কখনও ওকে পরিবারের বাইরে কারোর সঙ্গে কথা বলতে দেখিনি। ও খুব চুপচাপ থাকত বাড়ির বাধ্যবাধকতার জন্য। প্রতিটি পদক্ষেপের জন্য তাঁকে জবাবদিহি করতে হত। এমনকী ভিডিয়ো কলেও কথা বলার সময় দেখাতে হত যে কার সঙ্গে কথা বলছে। বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরে টেনিস অ্যাকাডেমি, তাও দেরি করতে পারত না। রাধিকা ছবি তুলতে, ভিডিয়ো বানাতে ভালবাসত, কিন্তু পরিবারের চাপে সব বন্ধ করে দিয়েছিল।”

এদিকে, জল্পনা রটেছে যে রাধিকা সম্ভবত ভিনধর্মী বা অন্য জাতের কাউকে ভালবাসতেন। সেই রোষেই তাঁর বাবা খুন করে। পুলিশও জানিয়েছে, তারা এই বিষয়টি খতিয়ে দেখছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours