নাসা ও ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী ১৪ জুলাই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গে থাকা আরও তিন মহাকাশচারী। ১৫ জুলাই তাঁরা ১৮ দিনের মিশন সেরে পৃথিবীতে ফিরবেন।
ছেলের পথ চেয়ে বসে আছেন, পৃথিবীতে ফিরেও শুভাংশু কেন দেখা করতে পারবেন না মায়ের সঙ্গে?
আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লা।
মহাকাশে ইতিহাস লিখছে ছেলে। আর পৃথিবীতে তাঁর ঘরে ফেরার অপেক্ষায় মা। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার ঘরে ফিরতে দেরি হচ্ছে। ১০ জুলাই পৃথিবীতে ফিরে আসার কথা থাকলেও, তা হয়নি। বেড়েছে মহাকাশ সফরের সময়। এবার ইসরো জানাল, পৃথিবীতে ফিরেও সঙ্গে সঙ্গে ভারতে নিজের বাড়িতে আসতে পারবেন না শুভাংশু শুক্লা। কেন জানেন?
নাসা ও ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী ১৪ জুলাই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গে থাকা আরও তিন মহাকাশচারী। ১৫ জুলাই তাঁরা ১৮ দিনের মিশন সেরে পৃথিবীতে ফিরবেন। ক্যালিফোর্নিয়ার উপকূলে আছড়ে পড়বে তাঁদের স্পেস ক্যাপসুল, যাকে ‘স্প্ল্যাশডাউন’ বলা হয়।
ছাত্রীর হোয়াটস অ্যাপে নোংরা মেসেজ পাঠনোর অভিযোগ, প্রিন্সিপালকে পুলিশ গাড়িতে তুলতেই বললেন, 'সরি..সরি'
কুমতলব ছিল রিকশাওয়ালার, শুধু বুদ্ধি আর ব্যাগে থাকা একটা জিনিসের জোরেই বাঁচল কিশোরী!
ইসরো জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফিরে শুভাংশুকে ৭ দিনের জন্য রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। এরপরই সকলে নিজেদের পরিবারের কাছে, নিজের দেশে ফিরতে পারবেন। এই রিহ্যাবিলিটেশনের পিছনে বড় কারণ রয়েছে। এত দিন মহাকাশে মাধ্যাকর্ষণ শূন্য অবস্থায় ঘোরাফেরা করেছেন শুভাংশুরা। পৃথিবীতে ফিরে আবার মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে অভ্যস্ত হওয়া এবং হাঁটাচলা করতে ভারসাম্য ফেরানোর জন্যই এই বিশেষ প্রোগ্রাম।
অ্যাক্সিওম-৪ মিশনে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ ৪ মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন। সেখানে তারা খাদ্য শস্য থেকে শুরু করে একাধিক বিষয়ে গবেষণা করেছেন। শুভাংশু নিজে ফ্রিজার বক্সে মেথি ও মুগ ফলিয়েছেন।
প্রসঙ্গত, রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লাই প্রথম ভারতীয়, যিনি মহাকাশে গেলেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আবার তিনিই প্রথম ভারতীয় হিসাবে পা রেখেছেন। শুভাংশুকে স্পেস স্টেশনে পাঠাতে ইসরো ৫৫০ কোটি টাকা খরচ করেছে। তাঁর এই মহাকাশ সফর আসলে ভারতের পরবর্তী মহাকাশ অভিযান গগনযানের প্রস্তুতি। ২০২৭ সালে এই অভিযান শুরু হবে। তখন গগনযাত্রী হবেন শুভাংশু শুক্লা।


Post A Comment:
0 comments so far,add yours