সুন্দরবনের ম্যানগ্রোভ বাঁচানোর উদ্যোগ প্রশাসনের, স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেয়া হল বিভিন্ন ধরনের চারা গাছ।

পশ্চিম বঙ্গ সরকারের বনদপ্তর (নামখানা রেঞ্জ) ও সুন্দরবন পুলিশ জেলার সাগর থানার যৌথ উদ্যোগে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের বামন খালি এম.পি.পি, উচ্চ বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানগ্রো এবার ম্যানগ্রোভ রক্ষা করার লক্ষ্যে। এদিন স্কুলের মাঠে বিভিন্ন ধরনের ফলের গাছ রোপণ করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন সাগর এসডিপিও সুমন কান্তি ঘোষ এসডিপিও ট্রাফিক কমল মাইতি সাগর থানার ওসি অর্পণ নায়েক, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিন্দম মাইতি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। 

এদিন চারা গাছ লাগানোর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের হাতে চারা গাছ তুলে দিয়ে মন্ত্রী বলেন, গাছ লাগান দেশ বাঁচান আজ আমরা প্রায় এক হাজার ছাত্র-ছাত্রীদের হাতে চারা গাছ তুলে দিলাম মূল উদ্দেশ্য সবুজকে বাঁচাতে হবে বর্তমান জলবায়ু পরিবর্তনের একমাত্র আমাদের বাঁচাতে পারে গাছ, তাই গাছ তুলে দিয়ে আমরা ম্যানগ্রো বাঁচানোর বার্তা দিলাম, এই বিষয়ে সাগরের এসডিপিও সুমন কান্তি ঘোষ বলেন, ছাত্র-ছাত্রীদের মধ্যে আমাদের বনো সুজন সপ্তাহ চলছে যাতে সবুজ বাড়ানো যায় দ্বীপকে বাঁচানো যায় এই একটা সংকল্প নিয়ে আমরা এগোচ্ছি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours