.সুনীলের কথায়, ২০০৩-এ 'আন্দাজ' ছবি করার সময়ে তিনি প্রিয়াঙ্কাকে দেখেছিলেন। এই সময়ে প্রিয়াঙ্কা চোপড়াকে প্রথাগত সুন্দরী মনে হয়নি তাঁর। তবে প্রিয়াঙ্কার প্রেজেন্স আর গলার স্বর তাঁকে মুগ্ধ করেছিল। তিনি প্রিয়াঙ্কাকে বলেছিলেন, ''ছবির শুটিং শুরু হওয়ার আগে, তুমি নাকে সার্জারি করে সেটাকে ঠিক করো।''
সুনীল দর্শন প্রিয়াঙ্কা চোপড়াকে নাকে সার্জারি করতে বলেন, তারপর?
প্রিয়াঙ্কা চোপড়ার সুন্দর নাকটি আসলে সার্জারির ফসল, এই নিয়ে বিস্তর আলোচনা চলেছে বলিউডে। এবার প্রযোজক সুনীল দর্শন বললেন, বিষয়টা ঠিক কীভাবে হয়েছিল। সুনীলের কথায়, ২০০৩-এ ‘আন্দাজ’ ছবি করার সময়ে তিনি প্রিয়াঙ্কাকে দেখেছিলেন। এই সময়ে প্রিয়াঙ্কা চোপড়াকে প্রথাগত সুন্দরী মনে হয়নি তাঁর। তবে প্রিয়াঙ্কার প্রেজেন্স আর গলার স্বর তাঁকে মুগ্ধ করেছিল। তিনি প্রিয়াঙ্কাকে বলেছিলেন, ”ছবির শুটিং শুরু হওয়ার আগে, তুমি নাকে সার্জারি করে সেটাকে ঠিক করো।”
সুনীলের কথাতেই উঠে এসেছে, এই কথা শোনার পর প্রিয়াঙ্কা বুঝেছিলেন সুনীল ঠিক কী বলতে চাইছেন। প্রিয়াঙ্কা বিষয়টা একেবারেই খারাপভাবে নেননি। বরং তিনি তাঁরা বাবা-মায়ের সঙ্গে পরামর্শ করেছিলেন। নায়িকার বাবা আর মা দু’ জনেই নামী ডাক্তার। তাঁরা প্রিয়াঙ্কার নাকের গড়ন সঙ্গে-সঙ্গে ঠিক করেন। সুনীলের কথায়, ”প্রিয়াঙ্কার বাবা-মায়ের কাছে এটা কোনও ইস্যু ছিল না। তাঁরা মেয়ের নাক রিপেয়ার করার কাজে নেমে পড়েন।” এই ছবিতে অক্ষয় কুমার, লারা দত্ত অভিনয় করেছিলেন।
কপিল শর্মার ক্যাফেতে বন্দুকবাজদের তাণ্ডব, চলল এলোপাথাড়ি গুলি, অভিনেতা ঠিক আছেন তো?
পাখির চোখ ১৬ জুলাইয়ের রবীন্দ্র সদন, কী ঘটবে সেখানে?
প্রয়াত দেবশ্রী রায়ের বোন ঝুমা রায়, মাসিকে হারিয়ে শোকস্তব্ধ রানি মুখোপাধ্যায়, কী হয়েছিল?
লক্ষণীয়, নায়ক বা নায়িকাদের শরীরে কোনওরকম সার্জারি করা উচিত কিনা, এই নিয়ে আলোচনা চলতেই থাকে। কেউ-কেউ মনে করেন, কোনওরকম কাটাছেঁড়া করা ঠিক নয় শরীরে। তবে প্রিয়াঙ্কা চোপড়া যে সার্জারি করেছেন, তা তাঁকে আরও সুন্দরী করে তুলেছে, এই ব্যাপারে কোনও সংশয় নেই। এই মুহূর্তে বলিউডের ছবিতে প্রিয়াঙ্কাকে প্রায় দেখাই যাচ্ছে না। তবে হলিউডে একের পর এক কাজ করছেন। পাশাপাশি তাঁর ফ্যামিলি লাইফ ভীষণই হ্যাপেনিং


Post A Comment:
0 comments so far,add yours