ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ও সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শিব প্রকাশের সঙ্গে দেখা করছেন দিলীপ ঘোষও। সূত্রের খবর, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার মধ্যেই দিলীপ ঘোষ প্রসঙ্গ নিয়েও কথা হয়েছে বনসলের সঙ্গে।


ঠিক হয়ে গেল আগামীর রূপরেখা! দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করে ফেললেন শমীক
দিল্লিতে শমীক


রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিল্লি সফর। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে আগামীর রূপরেখাও ঠিক করে ফেললেন। দলের রাজনৈতিক কর্মসূচি কী হবে, সংগঠন কিভাবে চলবে এবং সম্ভাব্য সাংগঠনিক পরিবর্তনের বিষয়ে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসলের সঙ্গে দিল্লিতে দীর্ঘ বৈঠক করলেন শমীক ভট্টাচার্য। 

ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ও সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শিব প্রকাশের সঙ্গে দেখা করছেন দিলীপ ঘোষও। সূত্রের খবর, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার মধ্যেই দিলীপ ঘোষ প্রসঙ্গ নিয়েও কথা হয়েছে বনসলের সঙ্গে। তবে দিল্লিতে আলাদা করে শিব প্রকাশের সঙ্গেও বৈঠক করেন শমীক। 



অগ্নিমিত্রার সঙ্গে নাকি দেখা করেছিলাম...', বিজেপিতে 'যাওয়া' নিয়ে সবটা বলে দিলেন প্রান্তিক-রাজন্যা
Rinku Majumder: 'ছেলে কিন্তু বলে গিয়েছিল, বাবা...', দিলীপকে নিয়ে মৃত্যুর আগে শেষ কী বলেছিলেন ছেলে প্রীতম, এতদিনে মুখ খুললেন রিঙ্কু
তবে শিবপ্রকাশের সঙ্গে কোন কোন বিষয়ে কথা হয়েছে তা পরিষ্কারভাবে এখনও জানা যায়নি। অন্যদিকে শুক্রবার আবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জিপি নাড্ডার সঙ্গে শমীক ভট্টাচার্যের দেখা করার কথা রয়েছে। তবে সেই বৈঠক হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours