এদিন আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় সংস্করণের আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় নেটওয়ার্ক TV9। আর সেই সম্মেলনের সাফল্য নিয়ে প্রত্যয়ী আরব আমিরশাহিতে থাকা ওই ভারতীয় রাষ্ট্রদূতও।
Network-র আন্তর্জাতিক মঞ্চ থেকে পহেলগাঁও প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় রাষ্ট্রদূত
আরব আমিরশাহিতে থাকা ভারতীয় রাষ্ট্রদূত
ভারত-আরব সম্পর্কের রসায়ন নিয়ে TV9 নেটওয়ার্ক আয়োজিত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখলেন আরব আমিরশাহির ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর। বৃহস্পতিবার সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, ‘আবু ধাবীতে তৈরি BAPS হিন্দু মন্দির এই দেশের সম্প্রীতির একটা বড় উদাহরণ। ওই কারণেই এখন প্রচুর ভারতীয় আরব আমিরশাহিতে নিজেদের সংসার পেতেছেন।’
এদিন আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় সংস্করণের আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় নেটওয়ার্ক TV9। আর সেই সম্মেলনের সাফল্য নিয়ে প্রত্যয়ী আরব আমিরশাহিতে থাকা ওই ভারতীয় রাষ্ট্রদূতও। তাঁর কথায়, ‘তাদের জার্মানির সাফল্যের পর দুবাইয়ে এই সম্মেলনের আয়োজন নিয়ে আমি অত্যন্ত খুশি।’
পাশাপাশি, দুই দেশের সম্পর্কের উষ্ণতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘আরব দেশ ভারতের সবচেয়ে কাছের বন্ধু। এই পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে এই দেশ প্রথম, যারা ভারতের সঙ্গে CSPA চুক্তি স্বাক্ষর করে। তাই এই সম্পর্কের ফলাফল নিয়ে আমরা সর্বদাই আশাবাদী।’
তাঁর সংযোজন, ‘আমি মনে করি, আরব আমিরশাহির সঙ্গে আমাদের সম্পর্ক বাণিজ্যে থেমে থাকতে পারে না। একদিকে যেমন দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ছে। ঠিক তেমনই প্রতি মুহূর্তে একাধিক ভারতীয় এই দেশে এসে নিজেদের সংসার পাতছেন।’ এদিন পহেলগাঁও প্রসঙ্গে আরবের প্রতি আস্থা দেখান ভারতীয় রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘পহেলগাঁও হামলার পর আরব আমিরশাহি প্রথম দেশ, যারা সেই সন্ত্রাস হামলা প্রসঙ্গে গোটা বিশ্বের সামনে সর্বসম্মুখে সমালোচনা করেছিল।’
Post A Comment:
0 comments so far,add yours