কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন সেই সামিটে। উপস্থিত থাকবেন বলিউডের একাধিক ব্যক্তিত্ব।

 দুবাইতে News9 Global Summit শুরু ১৯ জুন, পুরো সামিটের সূচি দেখে নিন একনজরে



এবার সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে টিভি৯ নেটওয়ার্কের আন্তর্জাতিক সামিটের দ্বিতীয় সংস্করণ News9 Global Summit। আগামী ১৯ জুন দুবাইতে শুরু হচ্ছে এই সম্মেলন। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন সেই সামিটে। উপস্থিত থাকবেন বলিউডের একাধিক ব্যক্তিত্ব। কবে, কী কর্মসূচি রয়েছে, দেখে নিন একনজরে।


১৯ জুলাই সকাল ১০ টা থেকে শুরু হবে অনুষ্ঠান।

এটিও পড়ুন

চোখের সামনে জলে পড়লেন আর উধাও হয়ে গেলেন', ভোটই দিতে যেতে পারলেন না ২৫০ ভোটার! কালীগঞ্জ উপনির্বাচনে যা ঘটল, তা বাংলার নির্বাচনী ইতিহাসে প্রথম
'জীতুর জন্য আমাদের সমস্যা হয়ে গিয়েছে...', কেন বললেন যীশু সেনগুপ্ত?
'আজই নিয়োগ প্রক্রিয়া শুরু করুন', বড় নির্দেশ দিল বিচারপতি চন্দের বেঞ্চ
১. সকাল ১০টায় স্বাগত ভাষণ দেবেন TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস।

২. সকাল ১০টা ১০ মিনিটে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।

৩. সকাল ১০টা ১৫ মিনিটে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন ইউএই-তে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর।

৪. সকাল ১০টা ৩০ মিনিটে CEPA নিয়ে বক্তব্য রাখবেন দুবাইতে নিযুক্ত কনসাল জেনারেল অব ইন্ডিয়া সতীশ কুমার সিবান।

ভারত-ইউএই পার্টনারশিপ নিয়ে বক্তব্য রাখবেন Hamdan Alshamsi Lawyers-এর প্রতিষ্ঠাতা হামদান আলশামসি, IBPC-র চেয়ারম্যান সিদ্ধার্থ বালাচন্দ্রন, EMIR-এর ম্যানেজিং পার্টনার নোয়া রাফোর্ড, ICC-র প্রাক্তন প্রেসিডেন্ট অমেয়া প্রভু।

মডারেটর- আর শ্রীধরন

৫. সকাল ১১টা ১৫ মিনিটে IMEC নিয়ে কথা বলবেন Transworld Group-এর চেয়ারম্যান রমেশ এস রামাকৃষ্ণন, USISPF-র প্রেসিডেন্ট ও সিইও মুকেশ আঘি ও Strategic Expert আমজাদ তাহা।

মডারেটর- আদিত্য রাজ কাউল।

৬. দুপুর ১২টায় Tectonic Tariff নিয়ে কথা বলবেন CSEP-র প্রেসিডেন্ট লাভিশ ভান্ডারী, প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত জয়ন্ত দাশগুপ্ত, বোর্ড ডিরেক্টর সুরেশ বৈদ্যনাথন ও Clasico Brand-এর ম্যানেজিং পার্টনার অজয় বিন্দ্রো।

মডারেটর- কার্তিকেয় শর্মা।

৭. দুপুর ১২ টা ৩০ মিনিটে India-UAE: The $100 Billion Opportunity বিষয়ে আলোচনায় থাকবেন ইউএই-র অর্থমন্ত্রকের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি এইচ ই আব্দুলাজিজ আই নুয়ামি।

৮. দুপুর ১২টা ৪৫ মিনিটে Invest In Dubai: A Capital Multiplier শীর্ষক আলোচনায় থাকবেন Dubai FDI-এর প্রাক্তন সিইও এইচ ই ফাহাদ আই গেরগাওয়ি।

দুপুর ১টায় মধ্যাহ্নভোজের বিরতি।

৯. দুপুর ১টা ৪৫ মিনিটে The Second Act নিয়ে কথা বলবেন অভিনেতা তথা ব্যবসায়ী বিবেক ওবেরয়।

১০. দুপুর ২টোয় : AI Boom: Sifting Hype From Reality প্রসঙ্গে কথা বলবেন 50X Capital-এর ম্যানেজিং পার্টনার অর্জুন প্রসাদ, Open Innovation AI-এর সিইও আবেদ বেনাইচউচে, Beyondseed-এর সিইও কুলদীপ মিরানি, Accely Global-এর ডিরেক্টর সত্যমিত্র মান।

১১. দুপুর ২টো ৩০ মিনিটে Delhi To Dubai: The Startup Corridor শীর্ষক আলোচনায় অংশ নেবেন Burjeel Holdings-এর গ্রুপ চিফ লিগাল কাউন্সেল মুস্তাসান জলিল বাসারাত মীর, SKIL Travel-এর প্রতিষ্ঠাতা শৈলেন্দর জিন্দাল, Shiprocket-এক কো-ফাউন্ডার বিশেষ খুরানা ও Droom-এর কো ফাউন্ডার উপাসনা বোরা।

১২. দুপুর ৩টেয় Alternate Investments: Beyond Equity প্রসঙ্গে আলোচনায় থাকবেন World Gold Council-র শীর্ষকর্তা অ্যান্ড্রু নেলর, Shriram Properties-এর সিএমডি মুরালি মালায়াপ্পান, Revanta Capital-এর প্রতিষ্ঠাতা পঙ্কজ রাজদান ও Anand Rathi Wealth-এর জয়েন্ট সিইও ফিরোজ আজিজ।

১৩. দুপুর ৩টে ৪৫ মিনিটে The Diversity Di’w’idend নিয়ে বক্তব্য রাখবেন H.H. Sheikh Marwan bin Mohammed bin Rashid Al Maktoum -এর শীর্ষকর্তা ক্লদিয়া পিন্টো, রিয়ালিটি টিভি স্টার শালিনী পাসি, ব্যবসায়ী সোমদত্তা সিং, Women in Aviation-এর ভিপি সুয়াদ আলশামসি।

১৪. বিকেল ৪টে ৪৫ মিনিটে Building Brand ‘Me’ প্রসঙ্গে কথা বলবেন DENI’s Global Justice-এর প্রতিষ্ঠাতা দেনিতসা মিহায়লোভা আল-শানফারি, Celebrity Real Estate-এর চেয়ারম্যান সালেম খাম্মাস, ইনফ্লুয়েন্সার মোনা তাজারবি।

১৫. বিকেল ৫টা ৩০ মিনিটে Diary of a Rockstar বিষয়ে কথা বলবেন অভিনেত্রী নার্গিস ফাকরি।

১৬. বিকেল ৫টা ৪৫ মিনিটে Streaming Stars, Screaming Success নিয়ে কথা বলবেন অভিনেতা তাহা শাহ বাদুশাহ, অভিনেতা বিনীত কুমার সিং, অভিনেতা রিধি ডোগরা ও American Aesthetics-এর ডিরেক্টর সানা সাজন।

১৮. সন্ধ্যা সাড়ে ৬টায় UAE: An Exemplar of Peace & Harmony বিষয়ে কথা বলবেন BAPS Swaminarayan Sanstha-র পূজ্য ব্রাহ্মবিহারী স্বামীজি।

১৯. সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হবে Duologue On Stage with Barun Das। The Prime Time ‘OG’ বিষয়ে কথা বলবেন Balaji Telefilms-এর জয়েন্ট এমডি একতা কাপূর।

১০. সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এমডি-সিইও বরুণ দাসের সঙ্গে কথা বলবেন অভিনেতা তথা প্রযোজক সুনীল শেট্টি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours