রথের আগেই ঘরে ঘরে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বাক্সে থাকবে পেড়া, গজা ও মন্দিরের ছবি।
গজা-প্যাঁড়া নিয়ে মিষ্টি হিসেবে খাবেন... প্রসাদ হিসেবে নয়', বড় প্রশ্ন তুললেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী
প্যাকেটে ভরে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে প্রসাদ। দিঘার জগন্নাথ মন্দিরের তরফ থেকে ওই প্রসাদ পৌঁছে দেওয়া হবে গোটা রাজ্য জুড়ে। আগামী ১৭ জুন থেকে কীভাবে ওই প্রসাদ পৌঁছে দেওয়া হবে, কাদের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে, সে সব বলে দেওয়া হয়েছে। এলাকার ভাল মিষ্টির দোকানের তালিকাও চাওয়া হয়েছে এসডিও ও বিডিও-দের। আর সেখানেই আপত্তি শুভেন্দু অধিকারীর।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রসাদের সমালোচনা করেন। মন্দিরের প্রসাদ হিসেবে কেন পাড়ার দোকানের মিষ্টি দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, এ ক্ষেত্রে হিন্দুদের আস্থায় আঘাত করা হয়েছে।
সাধারণ মানুষের উদ্দেশে শুভেন্দু বলেন, “এগুলি মিষ্টি হিসেবে গ্রহণ করবেন, প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না।” ‘এটা আসলে প্রসাদ নয়’, বলেই মন্তব্য করেন তিনি।
খাদ্য দফতরের প্রকল্প ‘দুয়ারে রেশন’-এর মাধ্যমেই এই প্রসাদের বাক্সগুলি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। এ ব্যাপারে সব বন্দোবস্ত করতে হবে বিডিও-দের।
উল্লেখ্য, ওই প্যাকেটে কী থাকবে, সেটা ঠিক করে দেওয়া হয়েছে নবান্নের তরফে। দুধ খোয়া ক্ষীর, চিনি, এলাচের মতো সামগ্রী দিয়ে তৈরি হবে পেড়া। সেটা হবে ৪.৮ সেন্টিমিটার মোটা এবং ওজন হবে ২০ গ্রাম। ৬০ গ্রামের গজা হবে খয়েরি রঙের। লম্বায় ৩.২ সেন্টিমিটার ও চওড়ায় ৩.১ সেন্টিমিটার হবে সেই গজা। তৈরি হবে ময়দা, ঘি, খোয়া ক্ষীর, চিনি, চিনির সিরাম ও জায়ফল দিয়ে।
Post A Comment:
0 comments so far,add yours