এনসিসি ছাত্র ছাত্রীরা মিলে বকখালী সী বীচ ক্লিন প্রোগ্রাম হলো আজ বকখলি তে

দক্ষিণ ২৪ পরগণা জেলার নামখানা ব্লকের প্রান্তে অবস্থিত পশ্চিম বঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র বকখলি। এই বকখালীতেই সমুদ্রে তট পরিষ্কার করলো এন সিসি ছাত্র ছাত্রীরা। এবং এর পাশাপাশি সাধারণ মানুষদের উদ্যেশ্যে এই সমুদ্র তট পরিষ্কার রাখা কতটা জরুরী সেই বিষয়েও বার্তা দেওয়া হয়েছে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে।

 পুনিত সাগর অভিযান, বকখালী সী বীচ ক্লিন প্রোগ্রাম এবং লোকাল ও টুরিস্ট দের নিয়ে সতর্কতা মূলক প্রোগ্রাম, উপস্থিত ছিলেন ৩৯ বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি কমান্ডিং অফিসার লেফ্টটেন হ্যান্ড হিমাংশু শেখর পাল এবং আরো উপস্তিত ছিলেন  ৩ জন আর্মি অফিসার এবং রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলের এনসিসি ছাত্র ছাত্রী।

ষ্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours