বন বিভাগের তরফে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সুন্দরবন টাইগার রিজার্ভে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হল।


৩ মাস কেউ ঘুরতে যেতে পারবেন না সুন্দরবনে, এল বড় নির্দেশ
ফাইল চিত্র।

বর্ষার মরশুমে সুন্দরবনের সৌন্দর্য্য দেখার প্ল্যান? ভাবছেন লঞ্চে বসে ইলিশ স্বাদ নিতে নিতে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাবেন? তাহলে সেই প্ল্যান এখনই বাতিলই করুন। সুন্দরবনে আপাতত তিন মাস নো এন্ট্রি পর্যটকদের।


বন বিভাগের তরফে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সুন্দরবন টাইগার রিজার্ভে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হল। কেন এই সিদ্ধান্ত? বন বিভাগ জানিয়েছে, এটা বন্যপ্রাণীদের মিলনের সময়। তাদের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে পরপর তিন বছর এই ব্যান করা হল।

জুন,জুলাই ও অগস্ট মাস হল বন্যপ্রাণীদের মিলনের সময় বা পিক মেটিং সিজন। এই সময়ে বাঘ, হরিণ সহ বন্যপ্রাণীরা যেমন মিলন করে, তেমনই কুমির, সাপ থেকে শুরু করে কচ্ছপ ডিম পাড়ে উপকূলবর্তী এলাকাগুলিতে। পর্যটকদের জন্য সুন্দরবন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে এই সময়ে পশু-পাখিদের কেউ বিরক্ত না করে। এতে বন্যপ্রাণীর প্রজনন বাড়বে বলেই আশা করা হচ্ছে।

রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ইন্ডিয়া টুডে-কে বলেন,”ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানের অধীনেই এই পরিকল্পনা অন্তর্গত। পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত জঙ্গলেরই কোর এরিয়াতে এই নিয়ম কার্যকর করা হয়। আমরা সবসময় এই নিয়ম মানার চেষ্টা করি একটি শান্ত পরিবেশ তৈরি ও পশু-পাখিদের প্রজনন বাড়ানোর জন্য।”

প্রসঙ্গত, সুন্দরবন ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও বিভিন্ন প্রজাতির কুমির, ঘড়িয়াল, স্পটেড ডিয়ার এবং ২৯০ প্রজাতির পাখির বাস। ২১৯ ধরনের জলজ প্রাণী ও ৩৪৪ ধরনের গাছ রয়েছে সুন্দরবনে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours