বৃহস্পতিবার হোয়াইট হাউসে 'বিগ বিউটিফুল ইভেন্টে' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভারতের জন্য দারুণ এক চুক্তি রয়েছে।
সবাই পাবে না, ভারতকে বিরাট বড় 'উপহার' দিতে চলেছেন ট্রাম্প? নিজেই বললেন সেই কথা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশের অর্থনীতিতে আসবে জোয়ার? আমেরিকার সঙ্গে বড় কোনও চুক্তি করতে চলেছে ভারত? নাহ, ভারত সরকার এই কথা বলছে না। এই ইঙ্গিত দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি ইঙ্গিত দিলেন ভারতের সঙ্গে বিরাট বড় বাণিজ্য চুক্তি হতে পারে।
কয়েক সপ্তাহ আগেই দুই দেশের প্রতিনিধি দল মুখোমুখি হয়েছিল। চারদিন ধরে রুদ্ধদ্বার বৈঠকে চুক্তি নিয়ে কথাবার্তা হয়েছে। তারপরেই বড় পদক্ষেপ করতে চলেছেন ট্রাম্প? বৃহস্পতিবার হোয়াইট হাউসে ‘বিগ বিউটিফুল ইভেন্টে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভারতের জন্য দারুণ এক চুক্তি রয়েছে।
এটিও পড়ুন
বাড়িতে শোয়ানো উত্তমের মরদেহ, কোলে বাচ্চা নিয়ে বসে সুপ্রিয়া! মহানায়কের মৃত্যুর খবর পেয়ে কী করেছিলেন অভিনেত্রী?
বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে নিরাপত্তা কী করে দেবে?’ বলছেন আইনজীবী কল্যাণ
কেন 'DADDY' লেখা টিশার্ট বিক্রি করছেন ট্রাম্প? জানেন পিছনের আসল কারণ?
তিনি বলেন, “সকলে চুক্তি করতে চাইছে, চুক্তির অংশ হতে চাইছে। মনে আছে, কয়েক মাস আগে সাংবাদিকরা আমায় প্রশ্ন করেছিলেন যে কেউ চুক্তিতে আগ্রহী কি না? গতকালই আমরা চিনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের কাছে বেশ কিছু দারুণ চুক্তি রয়েছে। আরও একটা চুক্তি হতে চলেছে, হয়তো ভারতের সঙ্গে। বিরাট বড় চুক্তি এটা।”
ট্রাম্প এও জানিয়ে দেন যে আপাতত আমেরিকা অন্য কোনও দেশের সঙ্গে চুক্তি করবে না। তিনি বলেন, “আমরা সবার সঙ্গে চুক্তি করব না। কিছু দেশকে আমরা শুধু চিঠি পাঠিয়ে ধন্যবাদ জানাব। ২৫, ৩৫ বা ৪৫ শতাংশ ট্যারিফ দিতে হবে। এটাই সবথেকে সহজ পথ, কিন্তু আমার লোকজন সেটা চায় না। ওরা আরও অনেক চুক্তি করতে চায়।”
Post A Comment:
0 comments so far,add yours