পুলিশের মুখপাত্র ফ্রিটজ গ্রান্ডনিগ বলেন, পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে বেশ কয়েকজন জখম হয়েছেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গুলি চলার শব্দ পেয়েই পড়ুয়াদের স্কুল থেকে বের করে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়। হামলাকারীর আত্মহত্যার পর পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক।
স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি, মৃত কমপক্ষে ১০
আতঙ্ক ছড়ায় স্কুলে
স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি। মৃত্যু হল একাধিক পড়ুয়া-সহ ১০ জনের। হামলা চালানোর পর হামলাকারীও নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। মৃত হামলাকারী স্কুলেরই পড়ুয়া বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে। গুলিতে জখম হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
অস্ট্রিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটিকে গভীর দুঃখজনক বলে মন্তব্য করেছেন গ্রাজ শহরের মেয়র এলকে কাহর। পুলিশকে উদ্ধৃত করে সেখানকার সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পিছনে স্কুলেরই এক পড়ুয়া রয়েছে। এদিন স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। স্কুলে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি শুরু হয়। পড়ুয়ারা কান্নায় ভেঙে পড়েন। হামলা চালানোর পর নিজেও আত্মঘাতী হয় ওই পড়ুয়া। সে একাই একাজ করেছে বলে পুলিশ জানিয়েছে। আচমকা ওই পড়ুয়া স্কুলে হামলা চালালো কেন, তা তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশের মুখপাত্র ফ্রিটজ গ্রান্ডনিগ বলেন, পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে বেশ কয়েকজন জখম হয়েছেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গুলি চলার শব্দ পেয়েই পড়ুয়াদের স্কুল থেকে বের করে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়। হামলাকারীর আত্মহত্যার পর পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক।
Post A Comment:
0 comments so far,add yours