বিধানসভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে ভারতীয় সেনাকে বীরত্বকে ধন্যবাদ জানান ব্রাত্য। তারপর বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক অসীম সরকার। গানের সুরে কৃতিত্ব স্বীকার করেন তিনি। গানও গাইলেন। ব্রাত্য বসু ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্যের কয়েকটি অংশ নিয়ে একমত হননি বিরোধী দলনেতা।
অপারেশন সিঁদুর আদতেই ভারতীয় সেনার কৃতিত্ব', কুর্নিশ জানিয়ে বিধানসভায় গান গাইলেন ব্রাত্য
ব্রাত্য বসু
অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে বীরত্বের প্রস্তাব আনলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “অপারেশন সিঁদুর কোনও রাজনৈতিক দলের কৃতিত্ব নয়, এটা সেনার কৃতিত্ব।” পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় গোয়েন্দা দফতরের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মঙ্গলবার সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে বিধানসভার অধিবেশনে প্রস্তাব এনেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব নিয়ে বিতর্ক অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সঙ্গেই সরকার পক্ষের বক্তা তালিকায় চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, বীরবাহা হাঁসদা, মধুপর্ণা ঠাকুর ও মোশারফ হোসেনও। প্রস্তাবে কেন ‘সিঁদুর’ শব্দটি রাখা হল না, তা নিয়ে এদিন প্রথম থেকেই বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক।
শুরুতেই বিধানসভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে ভারতীয় সেনাকে বীরত্বকে ধন্যবাদ জানান ব্রাত্য। কিছুটা সুরেই সেনার প্রতি কুর্নিস জানান তিনি। তারপর বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক অসীম সরকার। গানের সুরে কৃতিত্ব স্বীকার করেন তিনি। গানও গাইলেন। ব্রাত্য বসু ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্যের কয়েকটি অংশ নিয়ে একমত হননি বিরোধী দলনেতা।
বিজেপি বিধায়কদের একাংশের বক্তব্য, এই রাজ্যেও কোথাও কোথাও ‘মিনি পাকিস্তান’ হয়ে রয়েছে। মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, ২০২৬ সালে অপারেশন বেঙ্গল হবে। আবার তৃণমূল বিধায়ক মোশারেফ হোসেন বলেন, “এক্ষেত্রে একটি রাজনৈতিক দল কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। ভারতীয় সেনাকে কৃতিত্ব না দিয়ে।” শুভেন্দু উঠে দাঁড়িয়ে তাঁর বিরোধিতা করেন। উদয়ন গুহ, নরেন্দ্রনাথদের বক্তব্যের বিরোধিতা করে বিজেপি।
উল্লেখ্য, পহেলগাঁওতে জঙ্গিহামলায় ভারতীয় পর্যটকের মৃত্যু আর তার পাল্টা ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতমূলক অভিযান। তার প্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব আনে বিধানসভার সচিবালয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রস্তাব আনা হয়। এই প্রস্তাবে ‘অপারেশন সিঁদুর’-এর কোনও উল্লেখ নেই। তাতেই শুরু হয় বিতর্ক।
Post A Comment:
0 comments so far,add yours