দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। হাইকোর্টে এমনটাই সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।
এত তাড়াতাড়ি!...' গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের এখনই কোনও ভাতা দেওয়া যাবে না, রাজ্যকে বললেন বিচারপতি সিনহা
বিচারপতি অমৃতা সিনহা
চাকরিহারাদের ভাতা দেওয়া নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, তা নিয়েই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এখনই যেন ভাতা দেওয়া শুরু না হয়, তেমনটাই প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতির। রাজ্য এক্তিয়ারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে, এমনটাই মত আদালতের।
কী সেই মামলা?
সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর শুরু হয় বিক্ষোভ। রাজ্য সরকারের দিকে আঙুল তোলেন চাকরিহারারা। এহেন পরিস্থিতির মাঝে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত ১৫ মে ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা উল্লেখ করা হয়। প্রকল্পের নামকরণ করা হয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫।’
সরকারের সেই নির্দেশকে বেআইনি বলে উল্লেখ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। আজ, সোমবার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। রাজ্যের বিরোধিতা করে আদালতে এদিন সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
‘এভাবে টাকা দেওয়া যায় না’, সওয়াল বিকাশের
বিকাশ ভট্টাচার্যের সওয়াল, সুপ্রিম কোর্ট বেআইনি নিয়োগের জন্য যাদের চাকরি বাতিল করেছে, তাদের এই ভাবে টাকা পাইয়ে দেওয়া যায় না। কারণ সংবিধানে স্পষ্ট করে দেওয়া আছে যে, সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ থাকলে তাকে মান্যতা দিতে হবে। তাঁর দাবি, চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের পাশে দাঁড়ানোর নামে সরকারি কোষাগার থেকে টাকা দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আইনজীবীর আরও অভিযোগ, ‘পাবলিক পারপাশে’ বা জনগণের স্বার্থে সরকারি টাকা দেওয়ার সুযোগ সংবিধানে আছে, কিন্তু সেটা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর চাকরিহারাদের দেওয়া যায় না।
তিনি আরও বলেন, “দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে”। আইনজীবীর প্রশ্ন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশকে ইচ্ছাকৃত অমান্য করার জন্য আইন বা প্রকল্প তৈরির কোনও অধিকার কি রাজ্যের আছে?
‘এখনই কোনও টাকা দেবেন না’
১ এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। একথা শুনে, বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে বলেন, “এখনই এই টাকা দেওয়া যেন শুরু না হয়। কী করে এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয়? আবেদন নেওয়ার পরে তার কিছু পদ্ধতি আছে। এত তাড়াতাড়ি কী করে দেওয়া হবে!” ‘এখনই কোনও টাকা দেবেন না।’ প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি অমৃতা সিনহা।
Post A Comment:
0 comments so far,add yours