এসব মেয়েরা রূপ দেখিয়ে কাজ হাসিল করত…’, পর্ন-চক্রের শ্বেতার সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই মন্ত্রী বললেন, ‘চিনি না…তাড়াব’


শ্বেতা খানের ফেসবুক প্রোফাইলে দেখা গিয়েছে একাধিক তৃণমূল নেতার সঙ্গে ছবি।কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল সংখ্যালঘু সেলের মিছিলে হাঁটতে দেখা গিয়েছে তাঁরা। এবার এই নিয়ে মুখ খুললেন মন্ত্রী অরূপ রায়।

এসব মেয়েরা রূপ দেখিয়ে কাজ হাসিল করত...', পর্ন-চক্রের শ্বেতার সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই মন্ত্রী বললেন, 'চিনি না...তাড়াব'
শ্বেতা খানের প্রোডাকশন হাউজের ভিডিয়ো





পানিহাটির এক নাবালিকার নিখোঁজ-রহস্য, তারপর তাঁকে নিগৃহীত অবস্থায় তাঁর ফিরে আসা, পুলিশে অভিযোগ- এই ঘটনার তদন্তেই উঠে আসে হাওড়ার বাকড়ার বাসিন্দা শ্বেতা-আরিয়ানের কীর্তি। শ্বেতা ও আরিয়ান সম্পর্কে মা-ছেলে। শ্বেতার প্রথম পক্ষের সন্তান আরিয়ান। অভিযোগ, তাঁরা প্রোডাকশন হাউজ করে পর্নোগ্রাফির ব্যবসা চালাতেন। মা-ছেলের এই কীর্তিতে এখন সাড়া ফেলেছে বাংলায়। শ্বেতার সঙ্গে প্রভাবশালীনেতাদেরও যোগ ছিল বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শ্বেতার বেশ কয়েকটি ছবিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, তৃণমূল নেতাদের নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকায় তিনি।



অভিযুক্ত শ্বেতা খান

শ্বেতা খানের ফেসবুক প্রোফাইলে দেখা গিয়েছে একাধিক তৃণমূল নেতার সঙ্গে ছবি।কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল সংখ্যালঘু সেলের মিছিলে হাঁটতে দেখা গিয়েছে তাঁরা। এবার এই নিয়ে মুখ খুললেন মন্ত্রী অরূপ রায়। তিনি বললেন, “শ্বেতা খানকে চিনি না। এসব মেয়েরা প্রভাব খাটানোর জন্য এসব করতে পারে। দুর্জনের ছলের অভাব হয় না। যদি দলে থাকে তাহলে দল থেকে তাড়াব।”


এদিকে, আবার বাঁকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান আখতার হোসেন মোল্লা বলেন, “শ্বেতা খান আগে সিপিএম করত।সুন্দরী মহিলা নিজের রূপ দেখিয়ে যে কোনও কাজ হাসিল করে নিত। এলাকায় তৃণমূলে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু ঢুকতে দেওয়া হয়নি।ওই মহিলা শ্বশুরবাড়ির লোকজন মারধর করে সম্পত্তি দখল করে নেয়। সবাই চাইছে কঠিন শাস্তি হোক।”



শ্বেতার বিরুদ্ধে মূলত অভিযোগ তিনি ও তাঁর ছেলে বাড়িতেই পর্নোগ্রাফির ভিডিয়ো শ্যুট করতেন। শ্বেতার প্রথম পক্ষের সন্তান আরিয়ান। অভিযোগ, তাঁরা প্রোডাকশন হাউজ করে পর্নোগ্রাফির ব্যবসা চালাতেন। বাড়িতেই চলত পর্নোগ্রাফির ব্যবসা, তেমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আরিয়ান সামাজিক মাধ্যমে কাজের খোঁজ করা তরুণীদের সঙ্গে আলাপ পাতাতেন। এরপর সামাজিক মাধ্যমে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের কথা বলে তাঁদেরকে ডেকে নিয়ে যেতেন , তারপর চাপ তৈরি করে পর্নোগ্রাফির শ্যুট করাতেন বলে অভিযোগ। আর বাড়িতে বসেই গোটা বিষয়টি দেখভাল করতেন শ্বেতা। পানিহাটির ওই তরুণীও সেই পরিস্থিতির শিকার। তাঁকেও ইভেন্টের কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে পর্নোগ্রাফি শ্যুট করার জন্য চাপ দিচ্ছিল বলে অভিযোগ। কিন্তু তা না করায় ঘরে আটকে রেখেছে করা হয়েছে অত্যাচার। কোনওক্রমে হাওড়ার বাকড়ায় শ্বেতার বাড়ি থেকে পালিয়ে আসতে পারেন তরুণী। পানিহাটির ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে সামনে আসে শ্বেতা-আরিয়ানের কীর্তি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours