ইউনূস বলেন, "ওঁ (হাসিনা) ঘোষণা করে বলছে যে এই দিনে, এই সময়ে বক্তব্য রাখবে। গোটা বাংলাদেশে ক্ষুব্ধ হচ্ছে। কেন এভাবে আমাদের মধ্যে রাগ পুষে রাখছেন?"


 হাসিনার কণ্ঠরোধ করতে মোদীর কাছে অনুরোধ ইউনূসের, জবাব পেলেন...
হাসিনাকে নিয়ে প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি ইউনূসের।

দেশ থেকে তাড়িয়েও শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তি-মাথাব্যথা কমছে না মহম্মদ ইউনূসের। তাই হাসিনাকে নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি মহম্মদ ইউনূসের। উত্তরে কী বলেন প্রধানমন্ত্রী মোদী?


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন ভাষণে বাংলাদেশে হিংসা ছড়াচ্ছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হাসিনার বক্তব্য ব্যান করার আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী সেই দাবি মানেননি, কারণ ভারত বাক স্বাধীনতায় বিশ্বাসী।

লন্ডনের চ্যাথাম হাউসে বক্তব্য রাখতে গিয়েই ইউনূস বলেন, “যখন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, আমি বলেছিলাম যে আপনারা হাসিনাকে আশ্রয় দিকে চান, আমি আপনাদের নীতি ত্যাগ করতে জোর করতে পারি না…কিন্তু প্লিজ আমাদের সাহায্য করুন, হাসিনা যেভাবে বাংলাদেশি মানুষদের সঙ্গে কথা বলছে, তা যেন রাখতে না পারে।”


ইউনূস আরও বলেন, “ওঁ (হাসিনা) ঘোষণা করে বলছে যে এই দিনে, এই সময়ে বক্তব্য রাখবে। গোটা বাংলাদেশে ক্ষুব্ধ হচ্ছে। কেন এভাবে আমাদের মধ্যে রাগ পুষে রাখছেন?”

হাসিনার অনলাইন ভাষণ যাতে বন্ধ করা হয়, তার জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি জানিয়েছিলেন ইউনূস। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এটা সোশ্যাল মিডিয়া, একে নিয়ন্ত্রণ করা যায় না“। কার্যত ক্ষোভ উগরে দিয়েই ইউনূস বলেন, “কী বলব? এটা উত্তপ্ত পরিস্থিতি, শুধু সোশ্যাল মিডিয়া বলে বিষয়টি এড়ানো যায় না।”

হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়েও কথা বলেন ইউনূস। বলেন, “ট্রাইবুনাল ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু করেছে। হাসিনা যে অপরাধ করেছে, তার জন্য নোটিস পাঠানো হয়েছে। আরও সব অপরাধ সামনে আসছে। এই নোটিসের জবাব দিতে হবে। আমরা আইনি প্রক্রিয়া মেনে চলছি। আমরা সঠিকভাবে আইনের পথে চলতে চাই, রাগের বশে কিছু করতে চাই না।”

প্রসঙ্গত, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-গণ আন্দোলনের মুখেই শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশ ছাড়তে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং তার প্রধান উপদেষ্টা পদে মহম্মদ ইউনূসকে বসানো হয়।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours