গত ৮ জুন দিবাকর শরিফুলকে খুন করে। এতে মদত দিয়েছিল তাঁর মা-বাবা ও বন্ধু বান্ধব। উপহার দেওয়ার নামেই শরিফুলকে জয়দীপ দাস নামক এক যুবকের বাড়িতে ডেকেছিল দিবাকর। সেখানে উপস্থিত ছিল অনিমেষ যাদব ও নবনীতা দাসও।
আইসক্রিম ফ্রিজারে ট্রলি ব্যাগ, তার ভিতরে নাকি দেহ! ত্রিকোণ প্রেমে জেরে মর্মান্তিক পরিণতি যুবকের
যুবক খুনে ধৃত ৬ জন।
সম্পর্কের জটিল হিসাব। আর তাতেই একের পর এক খুন। মেঘালয়ের পর এবার ত্রিপুরা। ত্রিকোণ প্রেমের জেরে খুন যুবক। আইসক্রিমের ফ্রিজের ভিতর থেকে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হল যুবকের দেহ। ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ত্রিপুরার আগরতলা থেকে ১২০ কিলোমিটার দূরে, ধালাই জেলায় গান্দাচেরা মার্কেটে একটি দোকানের আইসক্রিম ফ্রিজারের ভিতর থেকে শরিফুল ইসলাম নামক বছর আঠাশের এক যুবকের দেহ উদ্ধার করা হয়। ট্রলি ব্যাগের মধ্যে ভরা ছিল যুবকের দেহ। সেই ব্যাগ আবার ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছিল।
জানা গিয়েছে, নিহত ওই যুবক পেশায় ইলেকট্রিশিয়ান। আগরতলার স্মার্ট সিটি মিশন প্রকল্পের সঙ্গে যুক্ত। ওই যুবকের সম্পর্ক ছিল এক যুবতীর সঙ্গে। এদিকে ওই যুবতীর আবার আরেকটি সম্পর্ক ছিল দিবাকর সাহা নামক আরেক যুবকের সঙ্গেও। দিবাকর পেশায় চিকিৎসক। তিনি আবার যুবতীর দূরসম্পর্কের ভাই হয়। ত্রিকোণ প্রেমের জেরেই শরিফুলকে খুন করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ৮ জুন দিবাকর শরিফুলকে খুন করে। এতে মদত দিয়েছিল তাঁর মা-বাবা ও বন্ধু বান্ধব। উপহার দেওয়ার নামেই শরিফুলকে জয়দীপ দাস নামক এক যুবকের বাড়িতে ডেকেছিল দিবাকর। সেখানে উপস্থিত ছিল অনিমেষ যাদব ও নবনীতা দাসও।
শরিফুল পৌঁছতেই তার উপরে দিবাকর ও তাঁর দুই বন্ধু মিলে হামলা করে। এরপর শ্বাসরোধ করে শরিফুলকে খুন করে এবং তাঁর দেহ ট্রলি ব্যাগে ভরে। পরের দিন দিবাকরের মা-বাবা এসে ট্রলি ব্যাগটি নিয়ে যান এবং গান্দাচেরা বাজারে একটি দোকানের ফ্রিজারের ভিতরে ব্যাগটি রেখে আসেন।
বিগত কয়েকদিন ধরে নিখোঁজ থাকায় শরিফুলের পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছিল। পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাতে দিবাকর, তাঁর মা-বাবা, ওই যুবতী সহ মোট ৬ জনকে গ্রেফতার করে। রাতে তাদের জেরা করার পরই দেহের হদিস মেলে। বুধবার দুপুরে আইসক্রিম ফ্রিজার থেকে শরিফুলের দেহ উদ্ধার করা হয়। আজ অভিযুক্তদের আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে একাধিক প্রমাণ মিলেছে।
Post A Comment:
0 comments so far,add yours