ডায়মন্ড হারবারের কাছে নয়নজলিতে উল্টে পড়ল একটি যাত্রী বোঝাই বাস

দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজলিতে পড়ে যায় আর এই ঘটনায় আহত হয় বাসে থাকা যাত্রী থেকে শুরু করে চালক। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে আসছিল একটি এসডি ১৮ যাত্রী বোঝাই বাস। হঠাৎ করে বঙ্গ নগর এলাকার কাছে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায়। এলাকাবাসীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং বাসের চালক ও বাসে থাকা যাত্রীদের কে উদ্ধার করে। এই দুর্ঘটনার জেরে অল্পবিস্তার আঘাতপ্রাপ্ত হয় বাসের যাত্রীরা এবং বেশ কয়েকজনের গুরুতর আঘাত লাগে। 




এলাকাবাসীরা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যান। এই দুর্ঘটনার স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বাসটি কলকাতা থেকে ডায়মন্ড হারবার এর দিকে আসছিল সেই সময় বঙ্গ নগর এলাকার কাছে হঠাৎই নিমন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি নয়নজলিতে পড়ে যায় । তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আমরা আহত যাত্রীদেরকে ও বাসের চালককে উদ্ধার করি। আহতদের চিকিৎসা করানোর জন্য ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানা ও ফলতা থানার পুলিশ। যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোন কারনে ঘটলো এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কের যান চলাচল কিছুটা হলেও বিঘ্নিত ঘটে। ডায়মন্ড হারবার থানা পুলিশের তৎপরতায় দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয় ১১৭ নম্বর জাতীয় সড়কে।

ডায়মন্ড হারবার থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours