রায়দিঘীতে রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের!

দক্ষিন ২৪ পরগনা  

রায়দিঘীতে রাস্তা না মরণ ফাঁদ, পথ চলতি মানুষের কাছে তা বুঝে ওটা দায়। প্রতিদিন মাল বোঝাই গাড়ি, বাইক, টোটো উল্টে দুর্ঘটনা ঘটছে, এ সকল অভিযোগ নিয়ে স্থানীয়রা পথ আটকে বিক্ষোভ অবরোধ করেন, ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘী থানার পুলিশ।

মূলত, দক্ষিন ২৪ পরগনার রায়দিঘীর কাছারি বাজার থেকে কলেজ পর্যন্ত রাস্তার বেহাল দশা, প্রতিদিন এই রাস্তা দিয়ে পার হতে হয় হাজার হাজার মানুষজনের। বর্তমানে ভোগান্তির শিকার তারা। 

মঙ্গলবার রাস্তা দিয়ে মালবোঝাই একটি গাড়ি যাওয়ার সময় উল্টে যায়, ছোট বাচ্চা পড়ে গিয়ে বিপদের মুখে পরে। স্থানীয় মানুষেরা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের জেরে প্রায় আধা ঘন্টা আটকে পড়েন পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি মনশ্রী মন্ডল। 

এই রাস্তার বেহাল দশা নিয়ে এলাকার বাসিন্দারা একাধিক বার ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে। এখনো তা সুরাহ হয়নি।

 মঙ্গলবার সকাল থেকে স্থানীয়রা পুরনো হাটের কাছে বাঁশ দিয়ে পথ আটকে বিক্ষোভ দেখান প্রায় তিন ঘন্টা।

 বিক্ষোভকারীদের অভিযোগ এই রাস্তা দিয়ে দুটি গ্রাম পঞ্চায়েত কুমড়াপাড়া এবং নন্দকুমারপুর এলাকার বসবাসকারীরা তারা নিত্যদিনের প্রয়োজনে পার হয়,পাথরপ্রতিমা ও রায়দিঘীর যোগাযোগের একমাত্র এই রাস্তা। এবং এই রাস্তা দিয়ে রায়দিঘী কলেজে এবং হাসপাতাল ও স্কুলে যেতে হয়, কিন্তু বিগত কয়েক মাস আগে এই রাস্তাটির সাইট কেটে বসানো হয়েছে জল স্বপ্ন প্রকল্পের পাইপলাইন, তারপর থেকে বেহাল হয়ে পড়েছে রাস্তাটি।

 হালকা বৃষ্টিতে পিচের রাস্তার ওপর কাদায় ভরিপূর্ণ হয়ে যায়। এবং অতিরিক্ত বৃষ্টি হলে জলে ভরে যায় রাস্তা, ডেনেজ বেবস্থা বেহাল,নৌকা চলার মত পরিস্থিতি। 

 প্রতিনিয়ত টোটো অটো বাইক উল্টে দুর্ঘটনা ঘটেছে। টোটো উল্টে একটি শিশু পড়ে গিয়েছে জলে। এইরকম ঘটনা ঘটেছে প্রতিদিন। ভোগান্তির শিকার হতে হচ্ছে বহু বাসিন্দারা। 

 ঘটনাস্থলে রায়দিঘী থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা চালিয়েছেন, কিন্তু অনর বিক্ষোভকারীদের দাবি ছিলো রাস্তা সংস্কার না হলে আমরা বিক্ষোভ তুলব না।

 এদিন বিজেপি নেতা পলাশ রানা বলেন প্রতিদিন এই রাস্তায় গাড়ি নিয়ে এক্সিডেন্ট হচ্ছে, জল জমার কারণে মশা মাছি জন্মাচ্ছে, ঘরের কাছের বিধায়ক থাকা সত্ত্বেও রাস্তার কাজ হচ্ছে না।
 এদিন বিক্ষোভে আটকে পড়া পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি অনুশ্রী মন্ডল তিনি বলেন, ১১ বছর আগে রাস্তা ছিল না,মাটির রাস্তা দিয়ে চলতে হতো সকলের আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটি জায়গায় রাস্তা হয়েছে, আজকের কি এমন হয়েছে এইরকম অবরোধ করতে হচ্ছে?

 এদিন রায়দিঘীর তৃণমূল নেতা উদয় হালদার তিনি বলেন,জল স্বপ্ন প্রকল্পের কাজ চলছে সাধারণ মানুষদের জন্য, তাই রাস্তার ২ ধার থেকে পাইপলাইন বসানো হয়েছে, সে ক্ষেত্রে বৃষ্টি হতেই অসুবিধা হচ্ছে সকলের।
আমরা পি এইজ ই দপ্তরের সাথে কথা বলেছি অতি শীঘ্রই এই রাস্তা সংস্কার হয়ে যাবে।

 এদিন মথুরাপুর দু'নম্বর ব্লক আধিকারিক নাজির হোসেন তিনিও একই কথা জানালেন অতিশীঘ্রই রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ হবে।

অবশেষে প্রশাসনের আশ্বাসে প্রায় তিন ঘন্টা পরে বিক্ষোভ ওঠে, এবং অতি শীঘ্রই এই রাস্তা সংস্কার না হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দেন বাসিন্দারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours