ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সূত্র ধরেই বলা যেতে পারে, দেশবাসী এবার শুধু আর ইন্দিরা নয়, মনে রাখবে মোদীর কথাও। যেমন রেখেছে রাকেশের কথা। রাখবে শুভাংশুর কথাও।
ইন্দিরাকে রাকেশ বলেছিলেন 'সারে জাঁহা সে আচ্ছা...', মোদীকে ভারত নিয়ে কী বললেন শুভাংশু?
বাঁদিকে শুভাংশু, ডানদিকে মোদী
৪১ বছর আগে মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় নভশ্চর রাকেশ শর্মার সঙ্গে কথা বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই সময় প্রযুক্তি এত উন্নত ছিল না। একে অপরের মুখও দেখতে পারেননি তারা। কিন্তু কথা হয়েছিল। ইন্দিরা জেনেছিলেন, মহাকাশ থেকেও ‘সারে জাঁহা সে আচ্ছা…’।
চার দশক পর কোনও ভারতীয় ফের একবার মহাকাশে গিয়েছেন। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হবে না, এমনটা কি হতে পারে? শনিবার বিকালে নয়াদিল্লি থেকে ফোন গেল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সূত্র ধরেই বলা যেতে পারে, দেশবাসী এবার শুধু আর ইন্দিরা নয়, মনে রাখবে মোদীর কথাও। যেমন রেখেছে রাকেশের কথা। রাখবে শুভাংশুর কথাও।
এটিও পড়ুন
দিল্লিতে উচ্চ পর্যায়ের মিটিং শেষ, এবার বাংলাদেশের সঙ্গে খেলা ঘোরাতে চলেছে ভারত?
ট্রেনে খাবার নিয়ে আর চিন্তা নেই, মাত্র ১৫ টাকাতেই পেট ভরাবে রেল
বর্ধমানেও থ্রেট কালচার! প্রাক্তন অধ্যক্ষ সরব হতেই বর্তমান ইনচার্জ বললেন, 'কিছুই দেখিনি'
কী কথা হল তাঁদের মধ্যে?
প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিয়ো অনুযায়ী, সম্ভবত মোট ১৮ মিনিট তাঁর সঙ্গে কথা হয়েছে মোদীর। এদিন কথোপকথনের প্রথমেই শুভাংশুর শরীর কেমন আছে বলে জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী। শুভাংশু জানান সে ভালই আছে।
৪১ বছর আগে ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে জিজ্ঞাসা করেছিলেন, মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়। তার পাল্টাই রাকেশ শর্মা দিয়েছিলেন সেই ঐতিহাসিক উত্তরটি। এদিন মোদী জানতে চাইলেন মহাকাশে পৌঁছেই সবার প্রথমে কী ভাবনা এল শুভাংশুর মাথায়। যার পাল্টা নভশ্চর জানালেন, ‘মহাকাশে পৌঁছেই আমি প্রথমে পৃথিবীর তাকাই। এত উপর থেকে কোনও সীমানাই দেখা যাচ্ছিল না। সবাইকেই এক মনে হচ্ছে। আর যখন আমার চোখ ভারতের দিকে যায়। আমি দেখি, এই দেশ সত্যি কত বড়। যা কখনওই ম্যাপে ফুটে ওঠে না।’
উল্লেখ্য, ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আকাশের দিকে ছুটে যায় ফ্যালকন ৯ রকেট। অভিযানের নাম দেওয়া হয় ‘অ্যাক্সিয়ম-৪’। দীর্ঘ টালবাহানার পর শুভাংশু শুক্লা-সহ চার অভিযাত্রীকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে স্পেসএক্সের ‘ড্রাগনযান’। পৌঁছছে বৃহস্পতিবার বিকাল নাগাদ। মহাকাশে এখনও পর্যন্ত তারা কাটিয়েছে ৪৮ ঘণ্টা।
Post A Comment:
0 comments so far,add yours