২০০৩ সালে করিশ্মা কাপুরের সঙ্গে বিয়ে হয় সঞ্জয়ের। তাঁদের রয়েছে দুই সন্তানও। তবে কয়েক বছরের মধ্যেই তাঁদের দাম্পত্যে অশান্তি। শেষমেশ ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।
একটি মৌমাছির কারণেই মৃত্যু করিশ্মার প্রাক্তন স্বামীর! কী ঘটেছিল সঞ্জয় কাপুরের সঙ্গে?
পোলো খেলতে গিয়ে হঠাৎ হৃদরোগ। মৃত্যুর কোলে ঢলে পড়লেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। তবে সূত্র বলছে, সঞ্জয় কাপুরের এই হৃদরোগে আক্রান্ত নেপথ্যে রয়েছে একটি মৌমাছি!
বিষয়টা একটু বিশদে বলা যাক। পোলো খেলতে খুবই ভালবাসতেন সঞ্জয়। যখনই সুযোগ পেতেন, তখনই পোলো খেলতে নেমে পড়তেন মাঠে। বৃহস্পতিবার বিকেলেও পোলো খেলতে গিয়েছিলেন সঞ্জয়। প্রয়াত সঞ্জয় কাপুরের ঘনিষ্ঠ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পোলো খেলার সময়ই হঠাৎই সঞ্জয়ের মুখে ঢুকে যায় একটি মৌমাছি। গলার ভিতরে গিয়ে কামড়েও দেয়। বিপদ বুঝে তৎক্ষণাৎ সঞ্জয়কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সঞ্জয়ের শরীরে বিষক্রিয়া শুরু। চিকিৎসকদের কথায়, এই বিষক্রিয়ার কারণেই হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর। তারপরই চোখের নিমিষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
Post A Comment:
0 comments so far,add yours