রাজনীতির ময়দান ছেড়ে মন দিয়েছেন অভিনয়ে। দেখতে দেখতে পাঁচ বছরের সময়কাল শেষের দিকে। আবার একটি বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে । ফলে আবার শুরু হয়েছে জল্পনা, এবার কি শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে আবার রাজনীতির ময়দানে দেখা যাবে?
আবার রাজনীতির ময়দানে শ্রাবন্তী? আসছে নির্বাচন নিয়ে যা বললেন নায়িকা...
নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কাজ থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই খবরের শিরোনামে থাকেন। আপাতত তিনি ব্যস্ত তাঁর আগামী ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য ‘ ছবির প্রচার নিয়ে। এই বিষয়েই TV9বাংলার সঙ্গে আড্ডায় উঠে এল তাঁর রিল থেকে রিয়েল লাইফের নানা কাহিনি। এমনিতে দর্শকদের খুব প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নেট দুনিয়ার ট্রোলকে পাত্তা দিতে চান না তিনি। নিজেকে সবসময় ‘হ্যাপি গো লাকি’ বলেই মনে করেন। ব্যক্তিগত জীবন ও কেরিয়ারের ওঠা নামাকে কখনও গুরুত্ব দিতে চান না।
তবে কেরিয়ারের তুঙ্গে থাকার সময়ই তিনি রাজনীতির ক্ষেত্রে অবতরণ করেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট ময়দানে নেমেছিলেন। যদিও সাফল্য পাননি। পরবর্তী সময়ে দেখা যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপির থেকে দূরত্ব তৈরি করে ফেলেছেন। রাজনীতির ময়দান ছেড়ে মন দিয়েছেন অভিনয়ে। দেখতে দেখতে পাঁচ বছরের সময়কাল শেষের দিকে। আবার একটি বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে । ফলে আবার শুরু হয়েছে জল্পনা, এবার কি শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে আবার রাজনীতির ময়দানে দেখা যাবে?
শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই প্রশ্নের উত্তরে এক গাল হাসি হেসে বললেন, “আমার কাছে এরকম কোনও প্রস্তাব এখনও নেই। তোমরা কানাঘুষো শুনলেও আমি শুনিওনি। কেউ যোগাযোগ করেননি। তাই এই নিয়ে কোনও কথা বলা যায় না। আপাতত আমার ভাল ভাল সিনেমা আসছে। পুজোতে আমার সবথেকে বড় ছবি আসতে চলেছে ‘দেবী চৌধুরানী’। এই ছবির জন্য খুব পরিশ্রম করেছি, আমার কেরিয়ারে মাইলস্টোন হতে চলেছে এটা। তাই আপাতত আমি সিনেমার কাজ নিয়েই ব্যস্ত আছি।”
Post A Comment:
0 comments so far,add yours