পথ দুর্ঘটনায় স্ত্রীর সামনে স্বামীর মৃত্যু, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল লরিটি, পরে ওই গাড়িটিকে আটক করে কাকদ্বীপ ট্রাফিক পুলিশ
দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের কাকদ্বীপ করবাড়ি এলাকায় জাতীয় সড়কের ওপর একটি বাইক ও পাঞ্জাব লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইক চালক এবং গুরুতর আহত তার স্ত্রী। পুলিশ সূত্রে খবর কাকদ্বীপ অক্ষয় নগর নতুন রাস্তার দিক থেকে নামখানা গামী একটি বাইকের সাথে নামখানা দিক থেকে কাকদ্বীপের দিকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা যায় লরি ড্রাইভার মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলো এবং এমত অবস্থায় রাস্তার মধ্যবর্তী লাইন ক্রস করে উল্টো দিক থেকে আসা একটি বাইকের সামনে ধাক্কা মারে।
বাইকে থাকা স্বামী ও স্ত্রী ছিটকে পড়ে। এই ঘটনার পর ওই এলাকা থেকে লরিটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর কাকদ্বীপ চৌরাস্তার মোড়ের কাছে শ্মশান কালী মন্দিরের সামনে কাকদ্বীপ ট্রাফিক পুলিশ ও কাকদ্বীপ কোস্টাল থানা গাড়িটিকে আটক করে কাকদ্বীপ থানায় রাখা হয়েছে এবং করবাড়ি এলাকায় ওই দুর্ঘটনা স্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে কাকদ্বীপ কোস্টাল থানার পুলিশ থানায় নিয়ে গেছে। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত বাইক চালক এবং গুরুতর আহত ওনার স্ত্রী। ওনার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পুলিশ তরফে কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় পরে কাকদ্বীপ ট্রাফিক পুলিশ এবং কাকদ্বীপ কোস্টাল থানা উদ্যোগে এই যানজট মুক্ত করা হয়, এবং গাড়ি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।
Post A Comment:
0 comments so far,add yours