একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান 

বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো দক্ষিণ ২৪ পরগণা জেলায় সর্বত্র। বাদ যাইনি থানাগুলোও। দিন দিন বাড়ছে গরমের প্রকোপ। নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে পথ চলতি মানুষ সকলেই। এই গরম থেকে মুক্তি একমাত্র মিলতে পারে গাছ লাগিয়ে। পর্যাপ্ত পরিমাণে গাছ থাকলে গরম থেকেও স্বস্তি এবং বৃষ্টিও নিয়মিত ভাবেই হবে অর্থাৎ এক কোথায় পরিবেশের ভারসাম্য রককয় থাকবে। 

এই কথা মাথায় রেখে বিভিন্ন স্কুল কলেজ ও ক্লাব গুলির সাথে থানা গুলিতেও পালন হলো বিশ্ব পরিবেশ দিবস। নামখানা থানাতে এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানাতে এবং কাকদ্বীপ ট্রাফিক গার্ডের অফিসের পক্ষ থেকে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এদিন সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস।

 তার সাথে দেশ ও রাজ্য জুড়ে থানাগুলোতেও পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। নামখানা থানা ওসি বিভাস সরকার নিজের হাতে থানাতে গাছ লাগান, এর পাশাপাশি এদিন বিভিন্ন জায়গায় নামখানা থানার পক্ষ থেকে গাছ লাগানো হয়। এদিন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি ঋদ্ধি সরকার বিভিন্ন জায়গায় নিজের হাতে গাছ লাগান। কাকদ্বীপ ট্রাফিক এর পক্ষ থেকেও লট নং ৮ এ যাওয়ার রাস্তার পাশে ট্রাফিক সার্জেন সঞ্জয় পাল এবং তার আধিকারিকদের নিয়ে নিজের হাতে গাছ লাগান। প্রতিটি থানার অধিকাররিক গণ সকল মানুষদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি মানুষের উচিত নিজের হাতে গাছ লাগানো।

স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours