২০১৩ সালে সাধারণ ট্রেনে দ্বিতীয় শ্রেণির টিকিটের দাম কিলোমিটার প্রতি ২ পয়সা এবং মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির টিকিটের দাম ৪ পয়সা বেড়েছিল। স্লিপার ক্লাসের টিকিটের দাম কিলোমিটার প্রতি বেড়েছিল ৬ পয়সা।
ভাড়া বাড়াচ্ছে রেল, কত টাকা বাড়ছে? লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে? জানুন সবটা
ফাইল ফোটো
বাড়ছে ট্রেনের ভাড়া। আগামী ১ জুলাই থেকে দূরপাল্লার ট্রেনে টিকিটের দাম বাড়ছে। কোন ট্রেনে টিকিটের দাম কত বাড়ছে? লোকাল ট্রেনের টিকিটের দামও কি বাড়তে চলেছে? সব তথ্য জানাল ভারতীয় রেল। জেনে নিন, কত বাড়ছে টিকিটের দাম।
নন এসি মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া বাড়ছে এক পয়সা। অর্থাৎ আপনি যদি ১ হাজার কিলোমিটার যাত্রা করেন, তবে আপনার টিকিটের দাম ১০ টাকা বাড়বে। মেল ও এক্সপ্রেস ট্রেনে এসি কামরায় যাতায়াতের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ২ পয়সা। অর্থাৎ কোনও যাত্রী এসি কামরায় ১ হাজার কিলোমিটার যাত্রা করলে, তাঁর টিকিটের দাম এবার থেকে ২০ টাকা বাড়বে।
দূরপাল্লার ট্রেনে দ্বিতীয় শ্রেণিতে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে টিকিটের দামে হেরফের হচ্ছে না। তবে ৫০০ কিলোমিটার বেশি যাতায়াতের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ০.৫ পয়সা করে টিকিটের দাম বাড়বে। অর্থাৎ দ্বিতীয় শ্রেণিতে এক হাজার কিলোমিটার যাত্রার ক্ষেত্রে টিকিটের দাম ৫ টাকা বাড়তে চলেছে।
লোকাল ট্রেন ও মাসিক টিকিটের দাম কি বাড়ছে?
প্রতিদিন কর্মক্ষেত্রে যাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করেন। এবার কি লোকাল ট্রেনের টিকিটের দামও বাড়বে? রেল জানিয়েছে, এখনই লোকাল ট্রেনের টিকিটের দাম বাড়ানো হচ্ছে না। একইসঙ্গে মাসিক টিকিটের ক্ষেত্রেও দামের হেরফের হচ্ছে না।
রেলের আধিকারিকরা জানিয়েছেন, এর আগে শেষবার ট্রেনের টিকিটের দাম বেড়েছিল ২০২০ সালের ১ জানুয়ারি। রেলের এক আধিকারিক জানান, ২০১৩ এবং ২০২০ সালের তুলনায় এবার রেলভাড়া খুবই সামান্য বাড়ছে। নিত্যযাত্রীদের কথা মাথায় রেখেই লোকাল ট্রেন ও মাসিক টিকিটের দাম বাড়ানো হচ্ছে না বলে তিনি জানান।
প্রসঙ্গত, ২০২০ সালে সাধারণ দূরপাল্লার ট্রেনে দ্বিতীয় শ্রেণির টিকিটের দাম কিলোমিটার প্রতি বেড়েছিল ১ পয়সা। আর মেল ও এক্সপ্রেসের দ্বিতীয় শ্রেণির টিকিটের দাম কিলোমিটার প্রতি ২ পয়সা বেড়েছিল। স্লিপার ক্লাসে টিকিটের দাম কিলোমিটার প্রতি ২ পয়সা এবং এসি ক্লাসের টিকিটের দাম কিলোমিটার প্রতি ৪ পয়সা বেড়েছিল।
২০১৩ সালে সাধারণ ট্রেনে দ্বিতীয় শ্রেণির টিকিটের দাম কিলোমিটার প্রতি ২ পয়সা এবং মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির টিকিটের দাম ৪ পয়সা বেড়েছিল। স্লিপার ক্লাসের টিকিটের দাম কিলোমিটার প্রতি বেড়েছিল ৬ পয়সা। সেখানে এসি টু টিয়ার ছাড়া সব এসি ক্লাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা ভাড়া বেড়েছিল। আর এসি টু টিয়ারে কিলোমিটার প্রতি ভাড়া বেড়েছিল ৬ পয়সা।
Post A Comment:
0 comments so far,add yours