মিশন Axiom-4। শুভাংশুর এই মিশন সফল হলে কেবল দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দেওয়া নয়, মাথায় জুটবে আরও এক পালক। শুভাংশু হবেন প্রথম ভারতীয় যিনি পা রাখবেন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে (International Space Staion)।
অপেক্ষার কয়েক ঘণ্টা, ৪১ বছর পর ইতিহাস গড়বেন শুভাংশু! আশায় বুক বাঁধছে গোটা দেশ
৪১ বছর আগে প্রথম ভারতীয় হয়ে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। বারবার মহাকাশ অভিযানে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস। এবার রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয়ের মহাকাশে যাওয়ার পালা। ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এই খবর যখন লেখা হচ্ছে তখন তাঁর অভিযানের জন্য হাতে সময় রয়েছে আর মাত্র ৫ ঘণ্টার কিছু বেশি।
মিশন Axiom-4। শুভাংশুর এই মিশন সফল হলে কেবল দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দেওয়া নয়, মাথায় জুটবে আরও এক পালক। শুভাংশু হবেন প্রথম ভারতীয় যিনি পা রাখবেন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে (International Space Staion)। শুভাংশুর সঙ্গে এই দিন মহাকাশে যাত্রা করবেন পেগি হুইটসন, স্লাওস উজনানস্কি-উইশনিউস্কি এবং টিবর কামুকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৪ দিন পর্যন্ত থাকবেন তাঁরা। ওই সময় সারবেন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষাও।
এটিও পড়ুন
Barasat: সংখ্যাটা ৫০০!বিয়ের পরই পালায় বউ! বারাসতেই এই এলাকা! কেন জানেন?
TMC: তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড দিল কোর্ট, শোনা মাত্রই মিষ্টিবিলি তৃণমূলেরই
Kunal Ghosh: 'ডুবুরি নাকি!' দেবকে নিয়ে কী বললেন কুণাল?
অবশ্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এতক্ষণে মহাকাশ অভিযানে বেড়িয়ে যাওয়ার কথা ছিল তাঁর। তবে তা হয়নি। প্রাথমিক ভাবে এই অভিযানের তারিখ ঠিক করা হয়েছিল ২৯ মে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে যায়। ঠিক হয় ৮ জুন রওনা হবেন তাঁরা। এর পর বিদ্যুতজনিত কিছু সমস্যার কারণে তা পিছিয়ে হয় ৯ জুন। আবহাওয়া খারাপ থাকায় সেই তারিখ পিছিয়ে যায় ফের। ঠিক হয় রওনা হবেন ১০ জুন। ইতিমধ্যেই ইঞ্জিন থেকে অক্সিজেন লিক করায় তা পিছিয়ে করে দেওয়া হয় ১১ জুন। যা আবিষ্কার করে ইসরো। রাশিয়ার স্পেস এজেন্সির সঙ্গে কথা বলে নাসা জানায় সব ঠিক থাকলে ১৯ জুন অভিযান শুরু হবে। মহাকাশচারীদের শরীর স্বাস্থ্য, সব মিলিয়ে সেই তারিখ পিছিয়ে হয় ২২ জুন। অবশেষে নাসা জানায় এই অভিযানের তারিখ ২৫ জুন অর্থাৎ আজ বুধবার। ভারতীয় সময় ১২টা ১ মিনিটে রওনা দেবেন শুভাংশুরা।
ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে মহাশূন্যে উড়ে যাবেন মহাকাশচারীরা। উড়িয়ে নিয়ে যাবে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট এবং ড্রাগন ক্যাপসুল। এই অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রথমবার ভারত-পোলান্ড-হাঙ্গেরি যৌথভাবে এই মিশনে অংশ নিয়েছে। এখন ১৪০ কোটির ভারতীয়রা তাকিয়ে শুধু একজনের দিকেই, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।
Post A Comment:
0 comments so far,add yours