নামাখানায় সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা শিবির
আজ অর্থাৎ সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের নামখানা থানা পক্ষ থেকে আয়োজন করা হয় সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা শিবির। সাধারণ মানুষকে সচেতন করার জন্য দ্বারিক নগর হসপিটাল মোড়ে আয়োজন করা হয়েছিল এই সচেতনতা কর্মসূচি শিবির। যেমন দিন দিন বাড়ছে স্মার্ট ফোনের ব্যবহার, তার সাথে তাল মিলিয়েই বাড়ছে প্রতারণা চক্র।
বিভিন্ন ভাবে প্রতারকরা সাধারণ মানুষের থেকে টাকা নেয় ফোন কলের মাধ্যমে। এ বিষয়ে নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, অচেনা নাম্বার থেকে ফোন করে বলা হয় আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে বা আপনার কোনো ব্যক্তির শরীর খারাপ এই সব ধরনের ফোন যদি আসে তাহলে নামখানা থানা তে খবর দিতে বলা হয়েছে নামখানা পক্ষ থেকে।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours