সোমবার কালীগঞ্জের উপ নির্বাচনে তৃণমূল জয়ী হওয়ার পরই বোমার আঘাতে মৃত্যু হয় এক নাবালিকার। অভিযোগ, শাসক দলের বিজয় মিছিল থেকেই ছোড়া হয়েছিল বোমা।

শুধু ওদের ভোট দিইনি বলে...', মায়ের হাত ধরে থাকা ছোট্ট তামান্না ছিটকে পড়ল একদিকে
কালীগঞ্জে মৃত তামান্না

বিজয় উল্লাসের মাঝেই ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। যে দল কিছুক্ষণ আগেই জয়ী হয়েছে, সেই দলের মিছিল থেকেই ছোড়া হল বোমা! এমনই অভিযোগ উঠেছে কালীগঞ্জে। আর সেই বোমার আঘাতে মৃত্যু হয়েছে ক্লাস ফোরের ছাত্রী তামান্নার। মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা পরিবার। বিরোধী দলের সমর্থক বলেই কি এমন হামলা? প্রশ্ন তুললেন তামান্নার মা।


এদিন উপ নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী আলিফা খাতুন জয়ী হওয়ার কিছুক্ষণ পরই বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির নাবালিকার। মায়ের হাত ধরে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল সে। আচমকাই বোমা এসে লাগে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শুধু ওই বাড়িতেই নয়, এলাকার প্রতিটি বাড়িতে পরপর বোমা ছোড়া হয়। বাম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে অন্তত ৪০টি বোমা পরপর ছোড়া হয় বলে অভিযোগ।

এটিও পড়ুন
'ভালবাসা দিয়ে ওর মাথাটা ঘুরিয়ে দিও না...', মেয়েকে নিয়ে কাকে সাবধান করলেন শাশ্বত?
তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো...দেব-শুভশ্রীর রোম্যান্সে ভরপুর 'ধূমকেতু'-র টিজার


রুল জারি করার এক্তিয়ারই নেই এই বেঞ্চের', কুণালের মামলায় বড় প্রশ্ন কল্যাণের
তামান্নার মা কাঁদতে কাঁদতে বলেন, “আমার মেয়ে হাত ছেড়ে কোথাও যায় না। খেলতেও যায় না। আমার হাতে মাথা দিয়ে ঘুমোয়। আজও আমার হাত ধরে যাচ্ছিল। হঠাৎ আওয়াজ শোনা গেল। মেয়েটা আমার হাত ছেড়ে একদিকে পড়ল, আমিও একদিকে পড়ে গেলাম। উঠে দেখি আমার একদিকটা জ্বলছে। তারপরই দেখি তামান্না পড়ে আছে।”

এই ঘটনায় শাসক দলের দিকেই সরাসরি আঙুল তুলছে ওই ছাত্রীর মা। তিনি বলছেন, “শুধু ওদের ভোট দিইনি বলে এটা করল।” তবে তৃণমূলের দাবি, এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য থাকতে পারে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “কেউ অতি উৎসাহী হয়ে এই কাজ করল নাকি কেউ তৃণমূলের ভাল ফলের পর দলকে কালিমালিপ্ত করার জন্য এই কাজ করল সেটা দেখতে হবে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours