বছর পঁচিশের ওই যুবতী সন্তানদের নিয়ে ১৫ দিন আগে বাপের বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার তিনি বাড়িতে একাই ছিলেন। পরিবারের বাকিরা পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সুযোগেই বছর ৩৮-র এক ব্যক্তি তাঁর বাড়িতে আসেন এবং দরজা খুলতে বলেন।


ইউনূস জমানায় আর কী কী হবে! কুমিল্লায় বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে ধর্ষণ, ভাইরাল করে দেওয়া হল পাশবিক অত্যাচারের ভিডিয়োও
প্রতীকী চিত্র।


আবারও লজ্জায় মাথা হেঁট করাল বাংলাদেশ। বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তের রাজনৈতিক পরিচয়ও রয়েছে বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, ওই ধর্ষণের ভিডিয়ো ভাইরালও করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।


ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুমিল্লা জেলায়। মুরাদনগরের একটি গ্রামে বাড়ির দরজা ভেঙে ঢুকে ওই যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। যুবতী প্রতিবাদ করা সত্ত্বেও থামেনি। গলায় ছুরি ধরে ধর্ষণ করা হয়। এরপর বাইরে তাঁকে সকলের সামনে বিবস্ত্র করা হয় এবং পৌশাচিক অত্যাচার করা হয়। সেই ভিডিয়ো ভাইরালও করে দেওয়া হয়েছে।

এটিও পড়ুন
প্রাক্তন প্রেমিককে নিয়ে শেষ পোস্ট শেফালির! কী লিখেছিলেন 'কাঁটা লাগা গার্ল'?
রোজ মার খেতেন প্রথম স্বামীর হাতে, শেফালি ভুগেছেন অবসাদে! কতটা সুখী ছিলেন দ্বিতীয় বিয়েতে?

শ্মশানে শাশুড়ির শেষ কাজ করে বাড়ি ফেরার পরই হাড়হিম হয়ে গেল নিতাইয়ের
জানা গিয়েছে, বছর পঁচিশের ওই যুবতী সন্তানদের নিয়ে ১৫ দিন আগে বাপের বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার তিনি বাড়িতে একাই ছিলেন। পরিবারের বাকিরা পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সুযোগেই বছর ৩৮-র এক ব্যক্তি তাঁর বাড়িতে আসেন এবং দরজা খুলতে বলেন। ওই যুবতী দরজা খুলতে অস্বীকার করলে, জোর করে দরজা ভেঙে তিনি বাড়িতে ঢোকেন এবং যুবতীকে ধর্ষণ করেন। শুক্রবার নির্যাতিতা মুরাদনগর থানায় অভিযোগ জানান।

নির্মম অত্যাচারের বর্ণনা করে পড়শিরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ওই মহিলার আর্তনাদ শুনে তারা বাইরে আসেন। দেখেন, বাড়ির দরজা ভাঙা। এরপর নির্যাতিতাকে তাঁরা উদ্ধার করেন। অভিযুক্তকে ধরে মারধর করা হয়। অভিযুক্ত কোনওমতে পালিয়ে যায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয় ধর্ষণের ভিডিয়ো।

অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি বিএনপি নেতা। একাংশের আবার দাবি, তিনি আসলে আওয়ামী লিগ নেতা। মিথ্যা প্রচার করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, ভিডিয়ো ভাইরাল করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours