জানা গিয়েছে, জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের চাকার সামনেই বিপর্যয় ঘটে। মন্দিরের কাছে জগন্নাথ দেবের রথ পৌঁছতেই হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। ভিড়ের চাপে বেশ কয়েকজন পড়ে যান।

 পুরীর রথযাত্রায় ঘটে গেল বিপর্যয়! জগন্নাথের রথের সামনেই চাপা পড়ে মৃত ৩, আহত অনেকে
পুরীর রথযাত্রায় ঘটল বিপর্যয়।

বাধা পড়েছিল শুরুতেই। এবার পুরীর রথযাত্রায় ঘটে গেল বিপর্যয়। অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে কমপক্ষে তিন পুণ্যার্থীর মৃত্যু হল। আহত কমপক্ষে আরও ৫০ জন।


জগন্নাথের মাসির বাড়ি, পুরীর শ্রী গুণ্ডিচা মন্দিরের কাছে আজ, রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের চাকার সামনেই বিপর্যয় ঘটে। মন্দিরের কাছে জগন্নাথ দেবের রথ পৌঁছতেই হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। ভিড়ের চাপে বেশ কয়েকজন পড়ে যান।


তামান্নার মৃত্যুতে TMC বুথ সভাপতি ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ
৭২ ঘণ্টার ব্যবধান! খাঁ-খাঁ করা কলেজ ঢেকেছে নিরাপত্তায়, পুলিশের সঙ্গে এলেন নির্যাতিতা
কসবা-কাণ্ডে কল্যাণ-মন্তব্যে 'নিন্দা' দলের, ঘি ঢাললেন মহুুয়া! তেলে-বেগুনে শ্রীরামপুরের সাংসদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর ৪টে-৫টা নাগাদ গুণ্ডিচা মন্দিরে পৌঁছয় জগন্নাথ দেবের রথ। তখনই ধাক্কাধাক্কিতে ব্যারিকেড ভেঙে পড়ে। হুড়মুড়িয়ে ভক্তরা রথের দিকে ছুটে যায়। এতেই অনেকে পড়ে যান। পদপি্ষ্ট হন অনেকে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনজনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৫০ জন। সংখ্যাটা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, এবারের রথযাত্রায় পুরীতে ১০ লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছিল। এতটাই ভিড় হয়েছিল যে রথের দিন, বলরাম ও সুভদ্রার রথ সামান্য এগোতে পারলেও, জগন্নাথের রথ এগোনো যায়নি। মন্দির ছেড়েই বেরতে পারেনি নন্দীঘোষ। এত বছরে এই প্রথম এমন ঘটনা ঘটে, যাকে অশুভ ইঙ্গিত বলেই মনে করেছিলেন অনেকে।

গতকাল, শনিবার সকালে ফের রথযাত্রা শুরু করা হয়। তাতেও অত্যাধিক ভিড় হয়েছিল যে কারণে গুণ্ডিচা মন্দিরে পৌঁছতে দেরি হয়। আজ ভোরে মাসির বাড়ি পৌঁছয় রথ। আর সেখানেই ঘটল বিপর্যয়।

রথযাত্রার দিনও অত্যাধিক ভিড়ে প্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বলরাম ও সুভদ্রার রথের সামনে পৌঁছতে গিয়ে কমপক্ষে ৬৪৫ জন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। আজও ঘটল দুর্ঘটনা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours