সাংবাদিক বৈঠক করে তৃণাঙ্কুর বলেন, "জেলা সভাপতি যে কমিটি করেছিলেন, সেই কমিটিতে এই ছেলেটার নাম নেই। আমরা প্রত্যেক সময়েই ভাল কাজ, গুরুত্বপূর্ণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, কেমনভাবে কাজ এগোচ্ছে, সেই দেখে সিদ্ধান্ত নিই। কিন্তু তার মানে কিন্তু এই নয়, যে সে কারোর ফলোয়ার হতে পারবে না।"


 'আমি বলতে পারি না, কাউকে ভালবেসো না...' গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তের সঙ্গে ছবি সামনে আসতেই বিস্ফোরক তৃণাঙ্কুর
কী বললেন তৃণাঙ্কুর ভট্টাচার্য


কলকাতা: আরও একবার তোলপাড় শহর। নেপথ্যে কসবার এক ল’কলেজের আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় দাপুটে টিএমসিপি নেতা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। কিন্তু তাতে অস্বস্তি বেড়েছে দলের। কারণ দলের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে ছবি রয়েছে অভিযুক্তের। এবার বিতর্কের মাঝে মুখ খুললেন তৃণাঙ্কুর। সাংবাদিক বৈঠক করে দিলেন ব্য়াখ্যা। তৃণাঙ্কুর স্পষ্ট বললেন, “অভিযুক্ত সংগঠনের গুরুত্বপূর্ণ কোনও পদে নেই।”


সাংবাদিক বৈঠক করে তৃণাঙ্কুর বলেন, “জেলা সভাপতি যে কমিটি করেছিলেন, সেই কমিটিতে এই ছেলেটার নাম নেই। আমরা প্রত্যেক সময়েই ভাল কাজ, গুরুত্বপূর্ণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, কেমনভাবে কাজ এগোচ্ছে, সেই দেখে সিদ্ধান্ত নিই। কিন্তু তার মানে কিন্তু এই নয়, যে সে কারোর ফলোয়ার হতে পারবে না।”




অথচ ধৃতের সম্পর্কে পুলিশ জানতে পেরেছে কলেজেরই ছাত্র পরিষদের নেতা। তিনি ওই আইন কলেজেরই প্রাক্তন পড়ুয়া। বর্তমানে একজন অস্থায়ী কর্মী। এমনকি, কলেজের ছাত্র পরিষদের রাশও তাঁর হাতে।

কসবায় ল’ কলেজের ভিতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ২ জনকে গ্রেফতারও করা হয়েছে। বুধবার, ২৫ জুন এই ঘটনার পর নির্যাতিতা তরুণী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর শারীরিক পরীক্ষা করানো হয় পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অভিযুক্তদের মধ্যে দু’জনকে বৃহস্পতিবার সন্ধ্যাতেই গ্রেফতার করা হয়।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours