সঞ্জয় কাপুর ছিলেন শিল্পপতি। ১২ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে ইংল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
বিমান দুর্ঘটনায় শেষ পোস্ট, প্রয়াত করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর



দিনভর একের পর এক খারাপ খবর। বৃহস্পতিবার বেলা গড়াতেই আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় তোলপাড় হয় গোটা দেশ। আর রাত পোহাতেই আরও এক দুঃসংবাদ। প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। যদিও তাঁর সঙ্গে করিশ্মা কাপুরের বর্তমানে কোনও সম্পর্কই ছিল না। তবে নায়িকার দুই সন্তানের বাবা হিসেবে শোকের ছায়া করিশ্মার পরিবারেও। সঞ্জয় কাপুর ছিলেন শিল্পপতি। ১২ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে ইংল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।


সূত্রের খবর অনুযায়ী, সঞ্জয় কাপুর একটি প্রাইভেট পোলো ম্যাচে অংশ নিয়েছিলেন, সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। লেখক ও সমাজ বিশ্লেষক সুহেল শেঠ তাঁর মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় জানিয়ে শোক প্রকাশ করেছেন।


সঞ্জয় কাপুরের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে ভাইরাল তাঁর শেষ করা পোস্ট। শেষ পোস্টটিও ছিল আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা নিয়ে, যেখানে তিনি শোকপ্রকাশ করেছিলেন। কে জানত, সেটাই হবে তাঁর জীবনের শেষ পোস্ট!



সঞ্জয় কাপুর ২০০৩ সালে অভিনেত্রী কারিশ্মা কাপুরকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান— সামাইরা ও কিয়ান। যদিও মাত্র ১১ বছর ছিল তাঁদের বৈবাহিক সম্পর্কের মেয়াদ। ২০১৪ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে সঞ্জয় প্রিয়া সাচদেব-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাঁদের একটি ছেলে রয়েছে, যার নাম আজারিয়াস কাপুর।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours