আন্দোলনকারীদের সাফ কথা, ‘‘আমরা নতুনদের নিয়োগের বিরোধিতা করছি না। কিন্তু আমাদের বিচার যেন হয় সঠিকভাবে। রিভিউতে যদি আমরা নির্দোষ প্রমাণিত হই, তাহলে ফের নিয়োগ পেতেই হবে।’’


আশার আলো দেখছি না’, আমরণ অনশনে চাকরিহারা শিক্ষকরা
সাংবাদিক বৈঠকে চাকরিহারা শিক্ষকরা


 এবার আমরণ অনশন শুরু করছেন চাকরিহারা শিক্ষকরা। সূত্রের খবর, এদিন রাত ১২টা থেকে হাইকোর্ট নির্ধারিত টেন্টে অন্তত ১০ জন শিক্ষক এই অনশনে বসছেন। চার দফা দাবি নিয়েই তাঁরা পথে। তার মধ্যে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং বিচারপর্ব পুনর্বিবেচনা তাঁদের অন্যতম দাবি। চাকরিহারাদের সাফ কথা, ‘‘চেয়ারম্যানের সঙ্গে কথা হলেও সদিচ্ছার অভাব স্পষ্ট। কোনও সদর্থক বার্তা আসেনি।” রিভিউ ফাইল হলেও আশার আলো তাঁরা দেখছেন না।


‘যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ’-এর তরফে জানানো হয়েছে, আমরণ অনশন চলবে দাবি না মানা পর্যন্ত। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন চাকরিহারারা। তাঁদের স্পষ্ট কথা, ‘‘শুধু নাটক চলছে। সরকার যেন কিছুই হয়নি এমন ভাব করছে। ফের দ্রুত ফর্ম ফিলাপ করিয়ে দুর্নীতির প্রস্তুতি চলছে।’’ চলবে ধারাবাহিক কর্মসূচিও। তাঁদের দাবি, ‘‘আমরা সিবিআই অফিসেও গিয়েছিলাম। যথাযথ তদন্ত হয়নি। আমাদের নির্দোষ প্রমাণে প্রয়োজনীয় সিএফএসএল ডেটা যেন দ্রুত উদ্ধার করা হয়।’’


শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য ঘিরেও বাড়ছে ক্ষোভ। অধিকাংশ শিক্ষক আবারও পরীক্ষা দিতে রাজি বলেও জানান তাঁরা। তবে একইসঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন— যদি মন্ত্রী সাহেব পরীক্ষায় বসতে ইচ্ছুকদের তালিকা প্রকাশ না করেন, তবে তা তাঁরাই প্রকাশ করবেন। আন্দোলনকারীদের সাফ কথা, ‘‘আমরা নতুনদের নিয়োগের বিরোধিতা করছি না। কিন্তু আমাদের বিচার যেন হয় সঠিকভাবে। রিভিউতে যদি আমরা নির্দোষ প্রমাণিত হই, তাহলে ফের নিয়োগ পেতেই হবে।’’ এমতাবস্থায় অনশন শুরু হলে রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ ইস্যুতে উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছে শিক্ষামহল। এখন দেখার দিনের শেষে জল কোনদিকে গড়ায়। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours