সুপ্রিম কোর্ট আগেই বলেছিল, ২৭ জুনের মধ‍্যে ২৫ শতাংশ ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। ১৫ জুনের মধ‍্যে বিজ্ঞপ্তি জারি করতেও বলা হয়েছিল। কিন্তু হয়নি। তাই শেষ পর্যন্ত খাতায় টাকা জমা না হওয়ায় নিশ্চিন্ত হতে পারছেন না সরকারি কর্মচারীরা।

 ৪ হাজার কোটির ঋণ দিয়েছে RBI, হাতে দু’দিন থাকলেও এখনও জারি হয়নি নির্দেশিকা, মিলবে তো বকেয়া ডিএ?
আসবে তো বকেয়া ডিএ?

শীর্ষ আদালতের নির্দেশ মতো আর দু’দিনের মধ‍্যে রাজ‍্যকে সরকারি কর্মচারীদের ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার কথা। কিন্তু, এখনও পর্যন্ত নবান্ন বা অর্থ দফতর থেকে কোনও নির্দেশিকা জারি হয়নি। যদিও প্রশাসনের একটি সূত্র জানিয়েছিল এই নির্দেশ মডিফিকেশনের জন‍্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। কিন্তু শীর্ষ আদালত ছুটির কারণে বন্ধ থাকায় সেই আবেদন এখনও তালিকায় ওঠেনি।


একটি সূত্র জানাচ্ছে, ২৫ শতাংশ ডিএ-র ৮০ শতাংশ কর্মচারীদের দিয়ে বাকি ২০ শতাংশ প্রভিডেন্ট ফান্ডে জমা করা হবে। যদিও এ ভাবে দিলে শীর্ষ আদালতের অবমাননা হবে কি না সেটাও আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার। কিন্তু নির্দেশিকা জারি না হওয়ায় কর্মচারীদের মনে এখনও সংশয় রয়েছে।

এটিও পড়ুন

 তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড দিল কোর্ট, শোনা মাত্রই মিষ্টিবিলি তৃণমূলেরই
Dilip Ghosh: ছাব্বিশের নির্বাচনের আগেই নতুন দল আনছেন? বড় ঘোষণাদিলীপ ঘোষের
এদিকে সুপ্রিম কোর্ট আগেই বলেছিল, ২৭ জুনের মধ‍্যে ২৫ শতাংশ ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। ১৫ জুনের মধ‍্যে বিজ্ঞপ্তি জারি করতেও বলা হয়েছিল। কিন্তু হয়নি। তাই শেষ পর্যন্ত খাতায় টাকা জমা না হওয়ায় নিশ্চিন্ত হতে পারছেন না সরকারি কর্মচারীরা। এখন দেখার শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়। 

রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে গেলে দরকার ১০ হাজার কোটি টাকা। ২৫ শতাংশ ডিএ-র ৮০ শতাংশ দিলে এখন দরকার প্রায় সাড়ে ৭ হাজার কোটি। সূত্রের খবর, ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য সরকার। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, খুব সম্ভবত ডিএ মেটাতেই এই ঋণ নিয়েছে সরকার। যদিও তা মনে করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলছেন, “এরকম কোনও সিদ্ধান্ত হয়েছে বলে মনে হয় না। একটা গুজব ছড়ানো হয়েছে। সরকারের তো লোন নেওয়ার দরকার নেই। মুখ্যমন্ত্রী তো নিজেই ফেসবুকে লিখলেন রাজ্যের আর্থিক অবস্থা ভাল। সেখানে ১০ হাজার কোটি টাকা দেওয়ার জন্য ঋণ কেন নিতে হবে? তার কিসের প্রয়োজন?” যদিও নির্দিষ্ট সময়সীমার মধ্যে লোন না মিললে তাঁরা আদালত অবমাননার মামলা করবেন বলেও জানিয়েছেন। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours