রাজ্য বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়ে চিন্ময় মণ্ডল বলেন, "বিগত দিনে হাইকোর্ট ওএমআর প্রকাশের রায় দিয়েছিল। করা হয়নি। 

যোগ্য-অযোগ্য তালিকা জমা দিতে বলেছিল। দেওয়া হয়নি। কোনও উত্তর দেওয়া হয়নি। ডিএ নিয়ে রায় মানা হয়নি।



চাকরিহারাদের জন্য ১০ নম্বর? প্রশ্ন শুনে 'গোপন' অঙ্কটা বোঝালেন চিন্ময়
কী বলছেন চিন্ময় মণ্ডল?


নতুন করে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ বিধিতেও বদল করা হয়েছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, চাকরিহারা শিক্ষকদের অভিজ্ঞতার কথা বিবেচনা করা হবে। নতুন নিয়োগ বিধিতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ও নতুন নিয়োগ বিধি নিয়ে কী বলছেন চাকরিহারা শিক্ষকরা? পরীক্ষায় বসার ব্যাপারে নিজেদের অবস্থান কি তাঁরা নমনীয় করছেন?


যোগ্য শিক্ষিক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম মুখ চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল। নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে তিনি বলেন, নোটিফিকেশন জারি হয়ে এটা ভাল খবর। যাঁরা চাকরির পরীক্ষার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন, তাঁদের জন্য এটা ভাল খবর। কিন্তু, আমরা যোগ্য শিক্ষকরা কেন সেই চাকরির পরীক্ষায় ফের যাব? এতদিন যাঁরা চাকরি করছেন, সেই যোগ্য শিক্ষকদের জন্য একই নিয়ম বলবৎ হতে পারে না। আমাদের তো কোনও দোষ নেই।”

রাজ্য বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়ে চিন্ময় মণ্ডল বলেন, “বিগত দিনে হাইকোর্ট ওএমআর প্রকাশের রায় দিয়েছিল। করা হয়নি। যোগ্য-অযোগ্য তালিকা জমা দিতে বলেছিল। দেওয়া হয়নি। কোনও উত্তর দেওয়া হয়নি। ডিএ নিয়ে রায় মানা হয়নি। উচ্চ আদালতে আবেদন করা হচ্ছে। আর এখন বলছেন, সুপ্রিম কোর্টের রায় মানতে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। দেখছেন ভোটের আগে একটা পরীক্ষা নিলে ভাল হয়। সকলকে নিয়ে নিতে পারলে ভাল হয়। দুর্নীতিকে চাপা দেওয়া যাবে। আদালতের রায় মানুন। কিন্তু, যোগ্যদের পুনর্বহাল করতে হবে।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours