গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন চাকরিহারা। পরিস্থিতি এমন! সেই খবর করছিল TV9 বাংলা। কিন্তু সেই খবর করতে গিয়েই আক্রান্ত সাংবাদিক। তাঁর ওপরেই চড়াও হলেন সব্যসাচীর অনুগামীরা।

 সাংবাদিককে 'গাল টিপে' হুমকি সব্যসাচীর, বললেন, 'আমার সরাতে ৩০ সেকেন্ডও লাগবে না'


বিকাশভবনে তিনি নাকি কাজে গিয়েছিলেন। তখন সেখানে আগে থেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারারা। খবর ছিল তাঁর কাছেও, পুলিশ তাঁকে বারণও করেছিলেন। কিন্তু সে বারণ উপেক্ষা করেই বিকাশভবন পৌঁছন সব্যসাচী দত্ত। আর সেখানে পৌঁছতেই চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত। তাঁকে ঘিরে ওঠে চোর স্লোগান। গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন চাকরিহারারা। পরিস্থিতি এমন! সেই খবর করছিল 
কিন্তু সেই খবর করতে গিয়েই আক্রান্ত সাংবাদিক। তাঁর ওপরেই চড়াও হলেন সব্যসাচীর অনুগামীরা।


ফেজ ১

বিক্ষোভ চলছিল। সে সময়ে সব্যসাচীর কথা অনুযায়ী, তিনি কোনও একটা কাজে বিকাশভবন আসেন। তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা। গাড়ির সামনে শুয়ে পড়ে চলে বিক্ষোভ। সব্যসাচীকে ঘিরে ধরে টানা হিঁচড়া করতে থাকেন চাকরিহারারা। ছবি করছিলেন সাংবাদিকরা, সব্যসাচীর বক্তব্য নিয়েছেন আমাদের সাংবাদিক সুমন মহাপাত্র। তখন যথেষ্টই নমনীয়তার সঙ্গে সব্যসাচী বলেন, ““আমি আমার নিজের কাজে এসেছিলাম। ওরা ওদের আবেগে করছে। মুখ্য়মন্ত্রী রিভিউ পিটিশন করেছেন। ওদের ব্যাপারে আমি কিছুই জানি না। ওরা জানে না আসলে কাকে বিক্ষোভ দেখাবে!”

ফেজ ২!

এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে বিকাশভবনের সামনে চলে আসে এক দল যুবক। প্রত্যেকের সব্যসাচীর অনুগামী। তাঁরা সেখান থেকে সব্যসাচীকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সে ছবিও করতে থাকেন আমাদের চিত্র সাংবাদিক। কিন্তু হঠাৎই করেই সব্যসাচীর অনুগামীরা চড়াও হন সাংবাদিকদের ওপর। ক্যামেরা টেনে ফেলে দেওয়ার চেষ্টা করেন। আমাদের চিত্র সাংবাদিকের ঠোঁট ফেটে যায়। সাংবাদিক সুমন মহাপাত্রকে বুকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দেয় এক যুবক। তাঁর ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়। এদিকে, অনুগামীদের দেখেই একেবারে দাবাং মুডে চলে যান সব্যসাচী। নিজেই ঠেলে সরাতে থাকেন ভিড়। সব্যসাচীর হুমকি, “আমার এসব সরাতে ৩০ সেকেন্ডও সময় লাগবে না।” রীতিমতো হুমকি দিতে থাকেন পুলিশের সামনেই।

এরপর সাংবাদিকের গালে হাত দিয়ে বলেন, “চিত্র সাংবাদিকের লেগেছে একটু, সেটা কোনও বিষয় নয়। আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে, তো কেউ আর আদর করবে না। আপনার 
 এর অফিস ঢুকে যদি আপনার গাল আমি টিপে দিই, আপনি তো আমাকে আদর করবেন না।” বুম হাত দিয়ে টেনে সরিয়ে দেন সব্যসাচী। কথাগুলো বলতে বলতেই সুমনের গালে হাত দেন সব্যসাচী!

সব্যসাচীকে জানানো হয়, তাঁর অনুগামীদের দ্বারা  এর সাংবাদিককে আক্রান্ত হতে হল। সব্যসাচীর হুমকি, ‘কীসের সাংবাদিক? কোথাকার সাংবাদিক? এখানে কী করতে এসেছিল সে? আমাকে কভার করতে এসেছিল?’

সব্যসাচী বলতে থাকেন… ‘এই চল্, ভাগ…’ এই মুখের ভাষা এক জনপ্রতিনিধির!
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours