এদিন মুখ্যমন্ত্রী বলেন,"চাকরিহারা গ্রুপ সি (C) এবং গ্রুপ ডি (D)-কে ভাতার জন্য আমরা জানিয়েছিলাম। একটা স্কিম তৈরি করেছি। সংসার চালানোর জন্য লেবার দফতরের অধীনে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড এবং সোশ্যাল সিকিউরিটি ১ এপ্রিল থেকে মাসে গ্রুপ সি (Group C) ২৫ হাজার এবং গ্রুপ ডি ( Group D) ২০ হাজার করে বেতন পাবে।"
এবার থেকে মাসে-মাসে ভাতা পাবেন চাকরিহারা Group C এবং Group D কর্মীরা
মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তিনি চাকরিহারা গ্রুপ সি (Group c) ও গ্রুপ ডি (Group D) কর্মীদের ভাতা দেবেন। এবার সেই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। ২০২৫-এর মে মাস থেকে এই টাকা দেওয়া শুরু হবে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন,”চাকরিহারা গ্রুপ সি (C) এবং গ্রুপ ডি (D)-কে ভাতার জন্য আমরা জানিয়েছিলাম। একটা স্কিম তৈরি করেছি। সংসার চালানোর জন্য লেবার দফতরের অধীনে ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড’ এবং ‘সোশ্যাল সিকিউরিটি’ অন্তর্গত এই ভাতা দেওয়া হবে। ১ এপ্রিল থেকে মাসে গ্রুপ সি (Group C) ২৫ হাজার এবং গ্রুপ ডি ( Group D) ২০ হাজার করে বেতন পাবে।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেন, “কেউ-কেউ হয়ত বলবে দরকার নেই। এবার টাকাটা দেওয়া শুরু হবে। এটা তার একান্ত স্বাধীনতা। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। এটা পলিসি করে নেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে বাতিল হয়েছিল প্রায় ছাব্বিশ হাজারের চাকরি। তার মধ্যে শিক্ষকরা যেমন ছিলেন, তেমনই ছিলেন শিক্ষাকর্মীরা। তবে এতজনের চাকরি একসঙ্গে গেলে তার প্রভাব পড়বে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়! এরই সওয়াল করা হয় সুপ্রিম কোর্টে। সেই সময়ই আদালত জানিয়েছিল শিক্ষকরা কাজে ফিরলেও, শিক্ষাকর্মীরা কাজ চালাতে পারবেন না। কারণ দর্শিয়ে আদালতের উল্লেখ, Group C ও Group D-তে দুর্নীতির বেশি হয়েছে। এরপর রাস্তায় ধরনায় বসেন চাকরিহারারা। এই আবহের মধ্যেই বড় সিদ্ধান্ত সরকারের।
Post A Comment:
0 comments so far,add yours