বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে বিশেষ কর্মসূচিও করতে চলেছে তৃৃণমূল। শ্রদ্ধা জানাতে প্রস্তাবও গৃহীত হয়েছে।


দলের নেতারা যাই বলুন, ভারতের প্রত্যাঘাত নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী


 জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’-এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে। সেনাবাহিনীকে কুর্ণিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের প্রায় সবকটি রাজনৈতিক দল। অপারেশনের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ‘জয় হিন্দ’ লিখে অভিবাদন জানিয়েছিলেন সেনাকে। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।


বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে বিশেষ কর্মসূচিও করতে চলেছে তৃৃণমূল। শ্রদ্ধা জানাতে প্রস্তাবও গৃহীত হয়েছে। সেই সঙ্গে মমতা জানিয়েছেন, ভারত যে সামরিক অভিযান চালিয়েছে, তাতে পূর্ণ সমর্থন করেছেন তিনি।

মমতা এদিন বলেন, “আমি প্রথম থেকে সমর্থন করেছি। এর মধ্যে কোনও রাজনৈতিক বিভেদ আমি দেখিনি। অনেকে ভেদাভেদ করেছে। তবে আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও কটাক্ষও করিনি।” মমতা জানিয়েছেন, আগামী শনিবার ও রবিবার তৃণমূল সেনাবাহিনীর প্রতি সম্মান প্রদর্শন করার জন্য বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত মিছিল করবে।


উল্লেখ্য, সাম্প্রতিক পরিস্থিতিতে তৃণমূলের একাধিক নেতার মুখে ভারতের অবস্থান নিয়ে সমালোচনাও শোনা গিয়েছে। ভারত যে যুদ্ধবিরতির পথে হেঁটেছে, তা ভালভালে দেখছেন না বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর এক তৃণমূল নেতা তথা মন্ত্রী উদয়ন গুহ বলেছেন, “পাকিস্তানকে বাগে পেয়েও ছেড়ে দিল ভারত, এটা ঠিক করেনি।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours