আজ বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি পুলিশের উপর ক্ষোভ উগরে বলেন, "আগে পুলিশরা তিন-চারবার গিয়ে এলাকায় ঘুরত। এখন ঘোরেই না। যত বেশি পুলিশের ভ্যান ঘুরবে মানুষ জানবে এরা অ্যালার্ট আছে।"

শুধু BSF কাজ করবে আর আপনারা চোখ বন্ধ করে থাকবেন হয় না..', পুলিশকে কেন ধমক দিলেন মমতা?
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সীমান্তগুলিতে বিশেষভাবে নজর দিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু বাংলার পাশ্ববর্তী একাধিক দেশের বর্ডার রয়েছে, সেই কারণে বিশেষ জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এই ইস্যুতে পুলিশকেও ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী।


আজ বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি পুলিশের উপর ক্ষোভ উগরে বলেন, “আগে পুলিশরা তিন-চারবার গিয়ে এলাকায় ঘুরত। এখন ঘোরেই না। যত বেশি পুলিশের ভ্যান ঘুরবে মানুষ জানবে এরা অ্যালার্ট আছে।” এরপর সীমান্তবর্তী এলাকাগুলির আরও গুরুত্ব বোঝান তিনি। বিশেষ করে এই পরিস্থিতিতে বর্ডারের গুরুত্ব কতটা সে কথা বারেবারে শোনা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায়। সঙ্গে এও বলেন, “বিএসএফ কাজ করছে বলে আপনারা IC-OC রা চোখ-কান বন্ধ রাখবেন এটা হয় না। পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। যতদিন যেখানে থাকবেন কাজ ভাল করে করতে ….।”

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “বর্ডার এলাকা খুন স্পর্শকাতর । এই যে শীতলকুচি থেকে চাষিকে তুলে নিয়ে গেল। খবরটা উদয়ন জানাতেই বেল করে এনেছি।” অর্থাৎ ভারত-পাক সংঘাতের আবহে কেউ যাতে বাংলায় কোনওভাবেই ঢুকে ক্ষতি করতে না পারে সেদিকে নজর দিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours