গভীর জঙ্গলে ঢুকে মাওবাদী নেতাদের ঘিরে ফেলে। শুরু হয় গুলির লড়াই। জানা গিয়েছে, মাওবাদীরাই প্রথম ডিস্ট্রিক রিজার্ভ গার্ড টিমের উপরে গুলি চালায়।
মাথার দাম ছিল ১ কোটি! নিকেশ মাওবাদী নেতা কেশব রাও, যৌথ বাহিনীর হাতে খতম আরও ২৯
মাওবাদী দমন অভিযান।


মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য। ৩০ জন মাওবাদীকে নিকেশ করল যৌথ বাহিনী। এর মধ্যে রয়েছে মাওবাদী নেতা নামবালা কেশব রাও ওরফে বাসবরাজ। তাঁর মাথায় ১ কোটি টাকার পুরস্কার ছিল।


এ দিন সকালে ছত্তীসগঢ়ে এনকাউন্টার অভিযান শুরু হয়। নিরাপত্তা বাহিনী নারায়ণপুর জেলার আবুজাহমাদ জঙ্গল এলাকায় অভিযান শুরু করে। নারায়ণপুর, বিজাপুর, দান্তেওয়াড়ার ডিআরজি-ও এই অভিযানে সামিল ছিল। গভীর জঙ্গলে ঢুকে মাওবাদী নেতাদের ঘিরে ফেলে। শুরু হয় গুলির লড়াই। জানা গিয়েছে, মাওবাদীরাই প্রথম ডিস্ট্রিক রিজার্ভ গার্ড টিমের উপরে গুলি চালায়।

অভিযানে নিকেশ করা হয় কেশব রাও সহ ৩০ জন মাওবাদীকে। বাসবরাজ নিষিদ্ধ সংগঠন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী)-র সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭০-র দশকে নকশাল আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। দেশজুড়েই তাঁর খোঁজ চলছিল। মাথার দাম ধার্য করা হয়েছিল ১ কোটি টাকা। আজ ডিস্ট্রিক রিজার্ভ গার্ডের গুলিতে তাঁকে নিকেশ করা হয়।


দুই সপ্তাহ আগেই ছত্তীসগঢ়ের বিজাপুরে এনকাউন্টারে ১৫ জন মাওবাদীকে নিকেশ করেছিল নিরাপত্তা বাহিনী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours