পহেলগাঁও হামলার পর থেকে ধাপে ধাপে চড়ছিল প্রতিরক্ষা সংস্থার শেয়ারগুলি। যা অপারেশন সিঁদুর নামে ভারত প্রত্যাঘাত করতেই বেড়ে যায় হুড়মুড়িয়ে।
একটি পরিসংখ্যান অনুযায়ী, গত ১২ ট্রেডিং সেশনে দেশের প্রতিরক্ষা সংস্থাগুলির বাজার মূলধন বেড়েছে প্রায় ১.২২ লক্ষ কোটি টাকা।
Operation Sindoor: 'বন্দুক' ধরেছে দালাল স্ট্রিটও, যত মার খেয়েছে পাকিস্তান, ততই ভরেছে বিনিয়োগকারীদের পকেট
প্রতীকী ছবি
অপারেশন সিঁদুরের ‘ডিভিডেন্ড’ পেলেন বিনিয়োগকারীরাও। ৭ই মে পাকিস্তানের সিন্ধ, পঞ্জাব ও অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে ভারতের প্রত্যাঘাতের পরেই ধাপে ধাপে বাড়ল প্রতিরক্ষা সংস্থার শেয়ারগুলির দর। ‘লাভের গুড়’ খেল বিনিয়োগকারীরা।
পহেলগাঁও হামলার পর থেকে ধাপে ধাপে চড়ছিল প্রতিরক্ষা সংস্থার শেয়ারগুলি। যা অপারেশন সিঁদুর নামে ভারত প্রত্যাঘাত করতেই বেড়ে যায় হুড়মুড়িয়ে। একটি পরিসংখ্যান অনুযায়ী, গত ১২ ট্রেডিং সেশনে দেশের প্রতিরক্ষা সংস্থাগুলির বাজার মূলধন বেড়েছে প্রায় ১.২২ লক্ষ কোটি টাকা। Hindustan Limited ছুয়েছে রেকর্ড বৃদ্ধি। অন্যদিকে, Garden Reach Shipbuilders-এর শেয়ারে দেখা গিয়েছে সবচেয়ে দ্রুতহারে উত্থান।
কে, কতটা বাড়ল?
দালাল স্ট্রিট বলছে, মোদী বিহার থেকে জঙ্গিদের শায়েস্তা করার হুঁশিয়ারি দেওয়ার পর আজ অর্থাৎ বৃহস্পতিবার অবধি Hindustan Aeronautics বেড়েছে ১৪ শতাংশ, Bharat Electronics বা BEL বেড়েছে ১৬ শতাংশ, Mazagon Dock Shipbuilders বেড়েছে ১৬ শতাংশ,Bharat Dynamics বেড়েছে ২৫ শতাংশ, Cochin Shipyard বেড়েছে ২০ শতাংশ, Garden Reach একাই বেড়েছে ৩৫ শতাংশ।
প্রসঙ্গত, ভারত যে আর দুর্বল নিয়ে তা এই সংঘাত পর্বে টের পেয়েছে বিশ্বের অন্যান্য শক্তিগুলি। গত কয়েক বছর ধরে টানা প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে কেন্দ্র সরকার। অত্যাধুনিক সরঞ্জামে সাজানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে। সেই কারণেই অপারেশন সিঁদুরের পর পাকিস্তান হামলা চালাল, প্রতিটা হামলা নিমিষে রুখে দেয় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি, ভারতের যুদ্ধ সরঞ্জামের সামনে টিকতে পারে না চিনা মিসাইলও।
Post A Comment:
0 comments so far,add yours