হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত? গোটা ঘটনাকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল। তাদের দাবি, শুধুই ভারত নয়। অন্যান্য দেশগুলিতেও পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসাবে থাকা রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করে দিয়েছে ঢাকা।


রাষ্ট্রপতিকে 'পরিচয় দিল না' বাংলাদেশি রাষ্ট্রদূত! ঢাকা থেকে এল স্থগিতের নির্দেশ
বাঁদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ডান দিকে রিয়াজ হামিদুল্লাহ


স্থগিত পূর্বনির্ধারিত সূচি। আজ অর্থাৎ বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করার কথা ছিল বাংলাদেশি রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর। কিন্তু তার আগে পণ্ড হল অনুষ্ঠান। স্থগিত কর্মসূচি। পিছিয়ে গেল ঢাকা। কিন্তু হঠাৎ করেই কেন এই সিদ্ধান্ত? সেই নিয়েই এখন প্রশ্ন উঠছে নানা মহলে।


বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ৭ই এপ্রিল দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের রাষ্ট্রদূত হিসাবে যোগ দেন রিয়াজ হামিদুল্লাহ। এর আগে নেদারল্যান্ড, শ্রীলঙ্কা-সহ একাধিক দেশের বাংলাদেশ হাইকমিশনে কাজ করেছেন তিনি। সেই সূত্র ধরেই বাংলাদেশ সরকার তরফে এবার তাঁকে নিয়ে পাঠানো হয়েছিল নয়াদিল্লিতে। আজ ছিল রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ অনুষ্ঠান। কিন্তু তার আগেই পিছিয়ে গেল ঢাকা।

হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত? গোটা ঘটনাকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল। তাদের দাবি, শুধুই ভারত নয়। অন্যান্য দেশগুলিতেও পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসাবে থাকা রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করে দিয়েছে ঢাকা।


তাদের আরও দাবি, বাংলাদেশের অন্দরে ফিরে এসেছে ঠিক মাস আষ্টেক আগের ছবি। সেবার হাসিনার বিরুদ্ধে পথে নেমেছিল পড়ুয়ারা। এবার নেমেছে ইউনূসের বিরুদ্ধে। সেই কথাটা মাথায় রেখেই কি কূটনৈতিক ভাবে ব্যস্ত হয়ে পড়েছে তারা?

প্রসঙ্গত, বুধবার থেকেই ইউনূস সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে পথে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ঢাকার কাকরাইল মোড় এখন তাদেরই দখলে। সেখানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন শতাধিক পড়ুয়ারা। এই বিক্ষোভে যোগদান করেছে, জুলাই গণঅভ্যুত্থান সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সদস্যরাও।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours