প্রথমে ভয় পেলেও তরুণী তাঁর বাবা-মাকে সবকিছু বলেন। তারপরই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।


সহপাঠীদের বিশ্বাস করে ফ্ল্যাটে গিয়েছিলেন, ডাক্তারি পড়ুয়াকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি


 ক্লাসের সহপাঠীদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। সেই সহপাঠীদের বিরুদ্ধেই ডাক্তারি পড়ুয়া তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিত তরুণীর অভিযোগ, ঘটনার কথা কাউকে জানালে ফল ভাল হবে না বলে হুঁশিয়ারিও দেন অভিযুক্তরা। ঘটনাটি মহারাষ্ট্রের সাংলি জেলার। পুলিশ তিন অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। তার মধ্যে ২ জন ওই তরুণীর সহপাঠী। এবং অন্যজন তরুণীর দুই সহপাঠীর বন্ধু।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে গত ১৮ মে। কর্নাটকের বেলাগাভির বছর বাইশের ওই তরুণী সাংলির একটি মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া। গত ১৮ মে অভিযুক্ত দুই সহপাঠীর সঙ্গে রাত ১০টায় সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তখন অভিযুক্তরা তাঁকে বলেন, সিনেমা দেখতে যাওয়ার আগে একটি ফ্ল্যাটে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক। এই বলে তাঁকে ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁরা তরুণীকেও সামান্য মদ্যপানের অনুরোধ করেন। তরুণী তা খাওয়ার পরই কিছুটা অবচেতন হয়ে পড়েন। অভিযোগ, তখনই তিনজন তাঁকে ধর্ষণ করেন। এবং ঘটনার কথা কাউকে বললে ফল ভাল হবে না বলে হুঁশিয়ারি দেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours