রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে, সাম্প্রতিককালে একের পর এক মামলায় আদালাতে বারবার ধাক্কা খেতে হয়েছে রাজ্যকে। মুখ পুড়েছে দলের। এমতাবস্থায় চন্দ্রিমাকে লিগাল সেলের মাথায় এনেই কি ফের ঘুরে দাঁড়াতে চাইছে দল?

 সরিয়ে দেওয়া হল মলয় ঘটককে, এবার তৃণমূলের লিগাল সেলের মাথায় চন্দ্রিমা
চন্দ্রিমা ভট্টাচার্য


তৃণমূলের রদবদলের মধ্য়েই আরও দায়িত্ব বাড়ল চন্দ্রিমা ভট্টাচার্যের। পেলেন তৃণমূল আইন সেলের নতুন দায়িত্ব। মলয় ঘটককে সরিয়ে লিগ্যাল সেলের দায়িত্ব দেওয়া হল তাঁকে। ইতিমধ্যেই দলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে লিগাল সেলের লিগাল সেলের চেয়ারপার্সনের পদে বসানো হচ্ছে চন্দ্রিমা। তা নিয়েই এখন জোর চর্চা প্রশাসনের অন্দরে। 


প্রসঙ্গত, সাংগঠনিক স্তরে ইতিমধ্যেই দলের মহিলা সেলের সভানেত্রী পদে রয়েছেন চন্দ্রিমা। অন্যদিকে সরকারি স্তরে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। একইসঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামালাচ্ছেন তিনি। এবার তাঁর মাথাতেই এবার নতুন পালক। পেশায় আইনজীবী চন্দ্রিমা আগে চার বছর রাজ্যের আইন মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। এবার তাঁকেই লিগাল সেলের চেয়ারম্যান করল দল।


রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে, সাম্প্রতিককালে একের পর এক মামলায় আদালাতে বারবার ধাক্কা খেতে হয়েছে রাজ্যকে। মুখ পুড়েছে দলের। এমতাবস্থায় চন্দ্রিমাকে লিগাল সেলের মাথায় এনেই কি ফের ঘুরে দাঁড়াতে চাইছে দল? দলের আইনজীবী সেলকে ফের নতুন করে শক্তিশালী করতে আইনজীবী চন্দ্রিমার উপরেই ভরসা করতে চাইছে তৃণমূল? প্রসঙ্গত, এর আগে যতবারই তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তা মাথা পেতে নিয়েছেন চন্দ্রিমা। সরকারের হয়ে দিল্লিতে প্রতিনিধিত্ব করেছেন। এমনকী রাজ্যের বুকেও একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশেও দেখা গিয়েছে চন্দ্রিমাকে। এখন সেই চন্দ্রিমা নতুন দায়িত্ব কেমন সামলান সেটাই দেখার। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours