এদিন প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন মনোজ। তারপরই তিনি বলেন, “প্রধানমন্ত্রী আগামী ২৯মে আলিপুরদুয়ার আসার ইচ্ছা প্রকাশ করেছেন। সে জন্য মাঠ পরিদর্শন করা হল। কোন জায়গায় মঞ্চ হলে সুবিধা হবে সব দেখা হল।”
চলতি মাসেই বাংলায় আসছেন মোদী, বললেন মনোজ
কী জানালেন মনোজ?
চলতি মাসেই বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিজ্ঞা। তিনি জানাচ্ছেন, একটি সভায় যোগ দিতেই মূলত চলতি মাসের ২৯ তারিখ আলিপুরদুয়ারে আসতে পারেন মোদী। তা নিয়েই এখন জোরদার চর্চা জেলাজুড়ে। বছর ঘুরলেই বিধানসভা ভোট। ইতিমধ্যেই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারমধ্যেই সেই উত্তরবঙ্গে মোদী আগমণের খবর যে নিঃসন্দেহে রাজনীতির কারবারিদের কাছে আলাদা করে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
এদিন প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন মনোজ। তারপরই তিনি বলেন, “প্রধানমন্ত্রী আগামী ২৯মে আলিপুরদুয়ার আসার ইচ্ছা প্রকাশ করেছেন। সে জন্য মাঠ পরিদর্শন করা হল। কোন জায়গায় মঞ্চ হলে সুবিধা হবে সব দেখা হল।” ভোট অনেকটা বাকি থাকলেও এখনই খোদ মোদী আসায় জেলাজুড়ে দলীয় কর্মীদের মনোবল অনেকটাই বাড়বে বলে মনে করেছেন বিজেপি সাংসদ। বলছেন, “দীর্ঘ ১০ বছর পর উনি আলিপুরদুয়ারে আসছে। এর আগে ২০১১ ও ২০১৬ সালে মাদারিহাটে বিধানসভা নির্বাচনের সময় এসেছিলেন। আমরা এখনও খবরটি বুথ স্তরে দিতে পারিনি। কালই শুনেছি। উনি এলে কর্মীদের মধ্যে উৎসাহ বাড়বে।”
শেষ লোকসভা ভোটে বিজেপি উত্তরে খুব একটা ভাল ফল করতে না পারলেও আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পদ্ম শিবির। তাই এখন থেকেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন পদ্ম কর্মীরা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মনোজও। বলেন, “ছাব্বিশে আলিপুরদুয়ারে পাঁচে পাঁচ হবে।”
Post A Comment:
0 comments so far,add yours