লরি থেকে টাকা তোলার ঘটনাটি ঘটেছে বরাহনগর থানার অন্তর্গত বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়ে দিয়ে হুস করে বেরিয়ে যাচ্ছে লরি। রাস্তার ধারে দাঁড়িয়ে পুলিশের গাড়ি। গাড়িতে বসে বরাহনগর থানার এসআই পুলকেশ পাত্র। রাস্তার পাশে দাঁড়িয়ে এক সিভিক ভলান্টিয়ার।
বেলঘরিয়া এক্সপ্রেসে তোলা তোলার অভিযোগ, পুলিশকে 'কাঁদিয়ে' ছাড়লেন দাবাং মহিলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়ো
পুলিশের বিরুদ্ধে লরি চালকের কাছ থেকে টাকা তোলার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো। যেখানে এক সিভিক ভলান্টিয়ারকে এক মহিলার পা ধরে ক্ষমা চাইতে দেখা যায়। কেঁদেও ফেলেন ওই সিভিক ভলান্টিয়ার। এমনকি, এক পুলিশ অফিসারকেও ওই মহিলার কাছে হাতজোড় করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই পদক্ষেপ করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বরাহনগর থানার ওই এসআই পুলকেশ পাত্রকে পুলিশ লাইনে ক্লোজ করা হল।
লরি থেকে টাকা তোলার ঘটনাটি ঘটেছে বরাহনগর থানার অন্তর্গত বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়ে দিয়ে হুস করে বেরিয়ে যাচ্ছে লরি। রাস্তার ধারে দাঁড়িয়ে পুলিশের গাড়ি। গাড়িতে বসে বরাহনগর থানার এসআই পুলকেশ পাত্র। রাস্তার পাশে দাঁড়িয়ে এক সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, লরির চালকদের কাছ থেকে তোলা তুলছিলেন তাঁরা।
সেইসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। তিনি ঘটনার প্রতিবাদ করেন। এসআইয়ের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা বাধে। লরি থেকে কেন টাকা তোলা হচ্ছে, জানতে চান ওই মহিলা। প্রথমে মহিলাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এসআই। কিন্তু, মহিলাও ছাড়ার পাত্রী নন। তিনি বুঝিয়ে দেন, তাঁর কাছে টাকা তোলার ভিডিয়ো রয়েছে। একসময় মহিলার পা ধরতে দেখা যায় সিভিক ভলান্টিয়ারকে। ওই সিভিক স্বীকার করেন, পুলিশ অফিসারের নির্দেশেই টাকা নিচ্ছিলেন। যদিও এসআই পুলকেশ পাত্র প্রথমে বলেন, তিনি সিভিক ভলান্টিয়ারের টাকা নেওয়ার বিষয়টি কিছুই জানেন না। বিতণ্ডা আরও বাড়ার পর মহিলার কাছে হাতজোড় করে ক্ষমা চান ওই এসআই।
Post A Comment:
0 comments so far,add yours